ভারি বর্ষণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্যার সৃষ্টি হয়েছে। আকস্মিক এ বন্যার কারণে শহরটিতে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের অনেক শাখা রাস্তা ও প্রধান সড়ক পানিতে ডুবে গেছে। এ কারণে লাগার্দিয়া বিমানবন্দরের অন্তত একটি টার্মিনাল বন্ধ রাখা হয়েছে।এমন পরিস্থিতিতে শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শহরের বিভিন্ন স্থানে রাতভর ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে বৃষ্টিপাত আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হকোল বলেছেন, ‘পরিস্থিতি ভয়ঙ্কর ও ঝুঁকিপূর্ণ।’
এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে তিনি লিখেছেন, ‘সমগ্র অঞ্চলজুড়ে যে চরম বৃষ্টিপাত হচ্ছে। ফলে নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড এবং হাডসন ভ্যালিতে জরুরি অবস্থা ঘোষণা করছি।’
এ ছাড়াও তিনি মানুষজনকে নিরাপদ অবস্থানে থাকার ও পানিতে ডুবে যাওয়া রাস্তায় চলাফেরার না করার জন্য আহ্বান জানান।
বিভিন্ন মাধ্যমে ছবি এবং ভিডিও ফুটেজে দেখা গেছে, অনেকে হাঁটুজল আবার কেউ কেউ কোমর সমান পানি পাড়ি দিচ্ছেন।
নিউইয়র্কের পুলিশ বিভাগ একাধিক রাস্তা বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।