Homeআন্তর্জাতিকপশ্চিমারা বিশ্বকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে, অভিযোগ মেদভেদেভের

পশ্চিমারা বিশ্বকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে, অভিযোগ মেদভেদেভের

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও একটি খারাপ সংঘাত ঘটাবে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সামাজিকমাধ্যম টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

মেদভেদেভ বলেন,

পশ্চিমারা ইউক্রেনকে ভারী অস্ত্র সরবরাহ এবং নাৎসিবাদকে সম্মান জানিয়ে দিন দিন বিশ্বকে এমন একটি সংঘাতের কাছে নিয়ে যাচ্ছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কেউ দেখেনি।

মার্কিন নির্মিত এমওয়ান আব্রামস ট্যাংক ইউক্রেনে পৌঁছানো এবং কানাডার পার্লামেন্টে ইউক্রেনের নাৎসিবাদী এক যোদ্ধাকে সম্মান জানানোর খবরের প্রতিক্রিয়ায় দিমিত্রি মেদভেদেভ এসব কথা বলেন।

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট বলেন, চলমান পরিস্থিতিতে মনে হচ্ছে- ন্যাটোর সঙ্গে সরাসরি সংঘাত ছাড়া রাশিয়ার সামনে আর কোনো পথ খোলা থাকছে না।

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দীর্ঘ পাল্লার আর্মি টেকনিক্যাল মিসাইল সিস্টেম দেয়ার যে অঙ্গীকার করেছে সে কোথাও তুলে ধরেন তিনি। ন্যাটো জোটকে ফ্যাসিস্ট জোট হিসেবে উল্লেখ করে একে হিটলারের অক্ষশক্তির সঙ্গে তুলনা করেন।

তিনি বলেন, যেকোন পরিস্থিতি মোকাবিলার জন্য রাশিয়া প্রস্তুত রয়েছে। তবে এই সংঘাত মানব সভ্যতার জন্য ১৯৪৫ সালের চেয়ে অনেক বেশি ধ্বংসযজ্ঞ ডেকে আনবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন দিমিত্রি মেদভেদেভ।

Exit mobile version