Homeআন্তর্জাতিকইরাকে তিন দিনের জাতীয় শোক ঘোষণা

ইরাকে তিন দিনের জাতীয় শোক ঘোষণা

ইরাকের উত্তরাঞ্চলীয় নিনেভেহ প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর দেশটিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি শোক পালনের ঘোষণা দিয়েছেন।

ইরাকি প্রধানমন্ত্রী মিডিয়া অফিসেরএক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি দেশটির নিনেভেহ প্রদেশের আল-হামদানিয়া অগ্নিকাণ্ডে নিহতদের জন্য সমবেদনা স্বরূপ ইরাকজুড়ে তিন দিনের জাতীয় শোক পালনের নির্দেশ দিয়েছেন।

ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে ইরাকে উত্তরাঞ্চলীয় নিনেভেহ প্রদেশের আল-হামাদানিয়া জেলায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

নিনেভেহ প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে ১১৩ জনের প্রাণহানি এবং ১৫০ জনের বেশি আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবরে জানানো হয়েছে।

কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, আতশবাজি জ্বালানোর পরে অনুষ্ঠানের হলে আগুন ছড়িয়ে পড়ে।

এদিকে ইরাকে বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের প্রতি বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা শোক প্রকাশ করেছেন।

Exit mobile version