Homeঅর্থনীতিস্পট মার্কেট থেকে ৬৪৩ কোটি টাকার এলএনজি কিনছে সরকার

স্পট মার্কেট থেকে ৬৪৩ কোটি টাকার এলএনজি কিনছে সরকার

বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বাড়াতে স্পট মার্কেট থেকে ৬৪৩ কোটি টাকার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার (২৭ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) আইন-২০২১-এর আওতায় স্পট মার্কেট থেকে (২০২৩ সালের ২২তম) এলএনজি আমদানির প্রত্যাশাগত অনুমোদন দেয়া হয়েছে। এতে ৬৪৩ কোটি ২ লাখ ৬৩ হাজার ৮৪০ টাকা খরচ হবে।

এর আগে গত ৭ সেপ্টেম্বর জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলার ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) আইন-২০২১’-এর আওতায় স্পট মার্কেট থেকে (২০২৩ সালের ২০তম) এক কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি সুইজারল্যান্ডের মেসার্স টোটাল এনার্জি গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের কাছ থেকে ৫৯৫ কোটি ৪৫ লাখ ৮৮ হাজার ৬৪০ টাকায় আমদানির সিদ্ধান্ত নেয়া হয়। এতে প্রতি এমএমবিটিইউ এর দাম পড়বে ১৩ দশমিক ৭৭ মার্কিন ডলার।

এ ছাড়া জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলার ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) আইন-২০২১’-এর আওতায় স্পট মার্কেট থেকে (২০২৩ সালের ২১তম) এক কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি সিঙ্গাপুরের ভিটল এশিয়া পিটিই লিমিটেডের কাছ থেকে কেনা অনুমোদন দেয়া হয়। এতে খরচ হবে ৬৪৭ কোটি ৩৫ লাখ ৭ হাজার ৪০ টাকা। সে হিসাবে প্রতি এমএমবিটিইউর দাম পড়বে ১৪ দশমিক ৯৭ সার্কিন ডলার।

সর্বশেষ খবর