শাহ মোঃ আব্দুল মোমেন, রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি।।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উক্ত টুর্নামেন্টের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ জাকির হোসেন এমপি মহোদয়। উক্ত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইদুল আরীফ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, পৌর মেয়র জনাব মোঃ কাজিউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিভাগীয় উপ পরিচালক প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগ, রংপুর। আরো উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, কুড়িগ্রাম সহ বিভিন্ন উপজেলার উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, আমন্ত্রিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী,গণ্যমান্য বিপুল সংখ্যক দর্শক দর্শক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। খেলা শেষে মাননীয় প্রতি মন্ত্রী মহোদয় কচিকাচা শিক্ষার্থীদের উৎসাহিত করবার জন্য অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণের করেন।
উক্ত ফাইনাল খেলায় বাঁশজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভূরুঙ্গামারীকে ০-১ গোলের ব্যবধানে পরাজিত করে ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়,রৌমারী উপজেলা।
গত ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখ কুড়িগ্রাম জেলায় শুরু হওয়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত হয়।