সিলেটে পরকীয়ার জেরে জেসমিন আক্তার (২২) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দেবর মো. শাহরুখ আহম্মেদকে (২৪) আটক করেছে পুলিশ।
সোমবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে কোতোয়ালী মডেল থানা এলাকার ছড়ারপাড় জাহাঙ্গীর মিয়ার কলোনীতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত জেসমিন আক্তার কিশোরগঞ্জের কটিয়াদি থানার বোয়ালিয়া গ্রামের আরিফ আহমেদের স্ত্রী। অভিযুক্ত শাহরুখ আহম্মেদ সুনামগঞ্জের দিরাইয়ের ভাটিপাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে ও জেসমিনের স্বামী আরিফ আহমেদের খালাতো ভাই।
নিহত জেসমিন, স্বামী আরিফ আহমেদ ও অভিযুক্ত শাহরুখ আহম্মেদ সবাই ছড়ারপাড় জাহাঙ্গীর মিয়ার কলোনীতে বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২৪ সেপ্টেম্বর) রাত ২টার দিকে ছড়ারপাড় জাহাঙ্গীর মিয়ার কলোনীতে মারামারির সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারে, পরকীয়ার জেরে অভিযুক্ত শাহরুখ আহম্মেদ খালাতো ভাই আরিফ আহমদ ও তার স্ত্রী জেসমিন আক্তারকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
পরে আহতদের চিৎকারে স্থানীয় বাসিন্দরা তাদের গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জেসমিন আক্তারকে (২২) মৃত ঘোষণা করে। এদিকে আহত আরিফ আহমদ (২৫) কে হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।