ঢালিউডের বহু প্রতীক্ষিত ছবি ‘অন্তর্জাল’ মুক্তি পাবে আগামীকাল শুক্রবার (২২ সেপ্টেম্বর)। দেশের প্রথম সাইবার ক্রাইম বিষয়ক মৌলিক গল্পের ছবিটি শুধু দেশ নয় বিদেশেও মুক্তি পাচ্ছে এক যোগে।
এক বিজ্ঞপ্তিতে অন্তর্জাল টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল থেকে কানাডা ও যুক্তরাষ্ট্রে মোট ১৫০টি বিখ্যাত থিয়েটারে চলবে ‘অন্তর্জাল’। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সিনেমার ইতিহাসের সবচেয়ে বেশি থিয়েটারে মুক্তির রেকর্ড এটাই।
থিয়েটারের বিষয়ে জানা গেছে, নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, নিউ জার্সি, পেনসিলভানিয়া, মেরিল্যান্ড, ভার্জিনিয়া, কানেক্টিকাট, ম্যাসাচুসেটস্, নিউ হ্যাম্পশায়ার, মিশিগান, ওহাইও, কেনটাকি, ইন্ডিয়ানা, ইলিনয়, ক্যানসাস, আইওয়া, উইসকনসিন, টেনেসি, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা, জর্জিয়া, ফ্লোরিডা, অ্যালাবামা, লু্ইজিয়ানা, টেক্সাস, ডেলাওয়্যার, ওকলাহোমা, কলোরাডো, অ্যারিজোনা, নেভাডা ও ওরিগন অঙ্গরাজ্যের ১৪৩টি ও কানাডার অন্টারিও, অ্যালবার্টা, ব্রিটিশ কলাম্বিয়া ও মানিটোবা প্রভিন্সের ৭টি থিয়েটারে আগামীকাল ২২ সেপ্টেম্বর একযোগে মুক্তির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
অন্তর্জাল নিয়ে সুনেরাহ বিনতে কামাল সময় সংবাদকে জানিয়েছেন, ‘অন্তর্জাল এমন একটি পরিপূর্ণ কনটেন্ট, যেটা বর্তমান সময়ে সবার জন্য ফলপ্রসূ তথ্য হিসেবে কাজে লাগবে। প্রযুক্তি নিয়ে সিনেমাটি এমনভাবে এগিয়েছে, যা বর্তমান জেনারেশনের বিশেষ কাজে আসবে। অনেক অজানা বিষয় জানতে পারবে। এটা এমন একটি সিনেমা, যা সব বয়সীরা একসঙ্গে দেখতে পারবে। শতভাগ প্রযুক্তিনির্ভর একঘেয়ে কাঠখোট্টা নিরস নয়। রোমান্স, আবেগ, ফিলিংস সবই আছে অন্তর্জালে। বাকিটা দর্শক দেখেই বলবে’।
‘অন্তর্জাল’সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক দীপংকর দীপন। গল্প লিখেছেন আশা জাহিদ ও সাইফুল্লাহ রিয়াদ। চিত্রনাট্য লিখেছেন দীপংকর দীপন, সংলাপ লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ। সরকারের আইসিটি ডিভিশনের অনুপ্রেরণায় নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিওজ ও স্পেলবাউন্ড লিও বার্নেট।
‘অন্তর্জাল’এ বিভিন্ন চরিত্রে দেখা যাবে, সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন, অমিত সিনহা, মাশরুর ইনানসহ আরও অনেককেই।