Homeসর্বশেষ সংবাদসন্তানকে শ্বাসরোধ করে হত্যার অপরাধে ঢাকা থেকে পিতা গ্রেফতার

সন্তানকে শ্বাসরোধ করে হত্যার অপরাধে ঢাকা থেকে পিতা গ্রেফতার

মিঠুন গোস্বামী, রাজবাড়ী প্রতিনিধি।।
রাজবাড়ীর কালুখালীতে সেভেনাপের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতনের পর শ্বাসরোধ করে সন্তান কে হত্যা করার অপরাধে মোঃ খলিলুর রহমান (৬৯) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৭ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হলে আসামী ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
হত্যাকারী মো: খলিলুর রহমান কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত তাছের মন্ডলের ছেলে। সে নিহত প্রতিবদ্ধি মোঃ রুবেল মন্ডল (মোয়া) পিতা।
ঘটনা সূত্রে জানা যায়, গত (২৪ আগষ্ট) সকালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডের দক্ষিণ পাশে ধলু মন্ডল (৪২) এর ধান ক্ষেতের উত্তর পূর্ব কোনায় পানির মধ্যে মানুষিক প্রতিবদ্ধি মোঃ রুবেল মন্ডল মোয়া(২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।সে কালুখালী উপজেলার বোয়ালিয়ার মো: খলিলুর রহমানের (গ্রেফতারকৃত আসামী) ছেলে। বাবা-মার বিবাহ বিচ্ছেদের কারণে জন্মের পর থেকে মো:রুবেল মন্ডল মোয়া (নিহত যুবক) মামার বাড়ি থাকতো। ঘটনার পর দিন (২৫ আগষ্ট) নিহতের মামা মো: দেলোয়ার হোসেন দিনু (৫৯) বাদী হয়ে কালুখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা যায়, হত্যার পর থেকেই কারী মো: খলিলুর রহমান (নিহতের পিতা) আত্নগোপনে চলে যায়। তবে সে কোন মুঠোফোন ব্যবহার না করায় লোকেশন ট্র্যাকিং করা সম্ভব হচ্ছিলো না।গোপন সংবাদের ভিত্তিতে গত (১৬ সেপ্টেম্বর) ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ডেন্ডাবর এলাকা তাকে গ্রেফতার করা হয়।
আসামী আদালতে নিজের ছেলেকে নিজেই প্রথমে সেভেনাপের মধ্যে ঘুমের ঔষধ  খাওয়ানোর পর অচেতন হয়ে পড়লে তাকে শ্বাসরোধ করে হত্যার পর পানির মধ্যে ফেলে রাখার কথা স্বীকার করে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

সর্বশেষ খবর