জর্জিনিও উইনাল্ডামের পর পিএসজি থেকে সৌদি লিগে গেছেন নেইমার জুনিয়র। সৌদি ক্লাবের কাছে এবার আরও এক ফুটবলারকে বিক্রি করল ফরাসি ক্লাবটি। পিএসজি থেকে আল আহলিতে গেছেন জার্মান ফুটবলার হুলিয়ান ড্রাক্সলার।
পিএসজির সঙ্গে ড্রাক্সলারের বিষয়ে সম্মতিতে পৌঁছেছে আহলি। ২০২৫ সাল নাগাদ এই ক্লাবে থাকবেন জার্মান ফুটবলার। এরইমধ্যে সৌদি ক্লাবটিতে পাড়িও দিয়েছেন তিনি। রোববার (১৭ সেপ্টেম্বর) ড্রাক্সলারের মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন করেছে আহলি। খবর ফ্যাব্রিজিও রোমানোর।
ড্রাক্সলার ২০১৭ সালে পিএসজির সঙ্গে চুক্তি করেছিলেন। গত বছর তাকে পর্তুগিজ ক্লাব বেনফিকায় ধারে পাঠায় ফরাসি ক্লাবটি। বেনফিকার হয়ে ১৮টি ম্যাচ খেলেছেন তিনি।
পিএসজিতে ৬ মৌসুমে ড্রাক্সলার খেলেছেন ১৯৮ ম্যাচ। তাতে ২৬ গোলের পাশাপাশি ৪১টি অ্যাসিস্ট করেন তিনি। সব মিলিয়ে ক্লাব ক্যারিয়ারে ৪৮৭ ম্যাচে ড্রাক্সলার করেছেন ৯০ গোল ও ৮৯ অ্যাসিস্ট।