বিএনপির তিনটি সংগঠন ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের পূর্বঘোষিত তারুণ্যের রোডমার্চ কর্মসূচির দ্বিতীয় দিনে বগুড়ার চারমাথায় এরুলিয়া মাঠে নেমেছে তারুণ্যের ঢল।
রোববার (১৭ সেপ্টেম্বর) বগুড়া চারমাথায় সমাবেশের মধ্য দিয়ে শুরু যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের এ রোডমার্চ।
এরইমধ্যে এরুলিয়া মাঠে জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে জড়ো হয়েছেন বিএনপি ৩ অঙ্গ সংগঠনের ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এ রোডমার্চো যোগ দিয়েছেন।
মূলত সরকার পতনের একদফার আন্দোলনে তরুণদের সম্পৃক্ত করতেই এই কর্মসূচি বলে জানিয়েছেন দলগুলোর নেতারা।
এ কর্মসূচি ঘিরে সকাল থেকেই আশপাশের এলাকা থেকে সভাস্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আদায়ে রাজপথে থেকেই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।
রোডমার্চটি বগুড়া থেকে সান্তাহার ও নওগাঁ হয়ে রাজশাহী মোট ১৩০কিলোমিটার পর্যন্ত রোডমার্চ করবে বিএনপির এ তিন সহযোগী সংগঠন।
গতকাল শনিবার (১৬ সেপ্টেম্বর) রংপুরের গ্রান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এ রোডমার্চ। আজ রোববার (১৭ সেপ্টেম্বর) বগুড়া থেকে সান্তাহার-নওগাঁ হয়ে রাজশাহী পর্যন্ত রোডমার্চ করবে বিএনপির এ তিন সংগঠন। এতে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব।