ভোটাধিকার প্রতিষ্ঠার একদফা দাবিতে ‘তারুণ্যের রোডমার্চ কর্মসূচিতে’ যোগ দিতে বিএনপির রংপুর বিভাগীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ঢল নেমেছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) রংপুরের গ্রান্ড হোটেল মোড়ে বিএনপির কার্যালয়ে সামনে থেকে শুরু হবে দলটির পূর্বঘোষিত কর্মসূচি তারুণ্যের রোডমার্চ।
এরইমধ্যে গ্রান্ড হোটেল মোড়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে জড়ো হয়েছেন বিএনপির তিন অঙ্গ সংগঠন-ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এ রোডমার্চে যোগ দিয়েছেন।শনিবার (১৬
আগত নেতাকর্মীরা জানান, সরকার পতনের একদফা দাবি নিয়ে দলের সব কর্মসূচি বাস্তবায়নে শুধু বিএনপি না; দেশের সাধারণ জনগণও রাস্তায় নেমেছেন।
এ রোডমার্চের মধ্য দিয়ে সরকারকে ক্ষমতা ছাড়ার বার্তা দিতে চান বিএনপি নেতাকর্মীরা।
রোডমার্চটি রংপুর থেকে সৈয়দপুর দশমাইল হয়ে দিনাজপুর গিয়ে শেষ হবে এবং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৭ সেপ্টেম্বর) বগুড়া থেকে সান্তাহার-নওগাঁ হয়ে রাজশাহী পর্যন্ত রোডমার্চ করবে বিএনপির এ তিন সংগঠন। এতে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব।