ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে বহুতল একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু মানুষের মৃত্যু হয়েছে, দগ্ধ হয়েছেন অনেকে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) মধ্যরাতে ১০তলা একটি আবাসিক ভবনের পার্কিং ফ্লোর থেকে আগুনের সূত্রপাত হয়।
ভিয়েতনামের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, ‘কর্তৃপক্ষ প্রায় ৭০ জনকে উদ্ধার করেছে। এছাড়া অন্তত ৫৪ জনকে হাসপাতালে নেয়া হয়েছে, যার মধ্যে বেশিরভাগই মারা গেছেন।’
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসলেও উদ্ধারকর্মীরা জীবিতদের সন্ধানে উদ্ধারকাজ অব্যাহত রেখেছেন।
যদিও এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।
হো চি মিন শহরের একটি কারাওকে বারে অগ্নিকাণ্ডে ৩২ জনের মৃত্যুর এক বছর পর হ্যানয়ে এ দুর্ঘটনা ঘটল।