চলতি মাসের ৭ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউড কিং শাহরুখ খানের ‘জাওয়ান’ সিনেমা। মুক্তির পর থেকেই বইছে ‘জওয়ান’ ঝড়। গড়েছে একর পর এক আয়ের রেকর্ড। এর মধ্যেই এবার বিক্রি হয়ে গেল ‘জওয়ান’ সিনেমার ওটিটি স্বত্ব।
ওটিটি স্ট্রিমিং আপডেট থেকে এক টুইট বার্তায় জানানো হয়, অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ সিনেমাটি প্রেক্ষাগৃহে রমরমিয়ে ব্যবসা করেছে। এ সিনেমাটি খুব শিগগিরই আসবে ওটিটিতে। ২৫০ কোটি টাকায় ‘নেটফ্লিক্স’ কিনে নিয়েছে ছবির স্বত্ব। তবে কবে থেকে মোবাইল ফোনের পর্দায় দেখা যাবে এই ছবি, সে বিষয়ে অবশ্য কিছু জানানো হয়নি নির্মাতাদের তরফে।
এর আগে রেড চিলিস ইন্টারটেইনমেন্টের একটি টুইট বার্তা থেকে জানা যায়, ‘জওয়ান’ মুক্তির পর চতুর্থ দিনেই ৫২০ কোটি রুপি আয় ছাড়িয়েছে ছবিটির বক্স অফিস কালেকশন। হিন্দি সিনেমার ইতিহাসে ‘জওয়ান’-ই প্রথম সিনেমা, যা মাত্র চার দিনের মাথায় পেরিয়েছে ৫০০ কোটির গণ্ডি।
দেশের বক্স অফিসে চলতি বছরের তৃতীয় হিন্দি ছবি ‘জওয়ান’, যা ৩০০ কোটির বেশি ব্যবসা করেছে। এর আগে ‘পাঠান’ ও ‘গদর-২’ সেই দৃষ্টান্ত সৃষ্টি করেছে।
হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’। প্রথমবার নয়নতারার বিপরীতে দেখা যাচ্ছে শাহরুখকে। নয়নতারা ছাড়াও শাহরুখের এ ছবিতে আরও অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়মণির মতো তারকারা। বিশেষ চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন।