Homeরাজনীতিবিএনপি অনির্বাচিত সরকার আনতে ষড়যন্ত্র করছে: কামরুল

বিএনপি অনির্বাচিত সরকার আনতে ষড়যন্ত্র করছে: কামরুল

বিএনপি আবারও একটি অনির্বাচিত সরকার আনতে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র করছে এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম (এমপি)।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিচার বিভাগের উপর হস্তক্ষেপের বিরুদ্ধে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি।

কামরুল বলেন, বিএনপি নির্বাচনে না এসে সরকারের পদত্যাগ চায়। আবার একটি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গভীর ষড়যন্ত্র করছে তারা।

ড. ইউনূসের মামলা ইস্যুতে দলটি আবারও অনির্বাচিত সরকারের ষড়যন্ত্র করছে। দেশে কোনো অবস্থায়ই তত্ত্বাবধায়ক সরকার সম্ভব নয় বলেও মন্তব্য করেন কামরুল ইসলাম।

আগামী নির্বাচন পর্যন্ত দেশি বিদেশি নানা ষড়যন্ত্র মোকাবেলায় মাঠপর্যায়ের কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

কামরুল বলেন, তারা দেশের উন্নয়নকে পেছনে নিয়ে যেতেও ষড়যন্ত্র করছে। এদলটি (বিএনপি) আবারও একটি অনির্বাচিত সরকার আনতে দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র করছে।

সর্বশেষ খবর