Homeরাজনীতিমেয়রগিরি অনেক হইছে, এমপি নমিনেশন চাইবো: আইভী

মেয়রগিরি অনেক হইছে, এমপি নমিনেশন চাইবো: আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘এমপিগিরি করা অনেক সোজা। আমার মনে হয় চেয়ারম্যান ও মেয়রগিরি করা অনেক হইছে। এবার এমপি নমিনেশন চাওয়া উচিত।’

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) নগর ভবনে ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রসঙ্গে সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের প্রশ্নের জবাবে আইভী এ কথা বলেন।

বাজেটে নগরবাসীর হোল্ডিং ট্যাক্স ৫ শতাংশ বৃদ্ধি করায় এক গণমাধ্যম কর্মী মেয়রকে এই ট্যাক্স বৃদ্ধি না করতে অনুরোধ জানান। মেয়রকে তিনি বলেন, ‘যেখানে হোল্ডিং ট্যাক্স মাত্র ৬০ শতাংশ আদায় হচ্ছে সেখানে ট্যাক্স না বাড়িয়ে শতভাগ আদায়ের ব্যবস্থা করা উচিত।’

ওয়ার্কার্স পার্টি ও খেলাঘর আসরের প্রতিনিধিরাও মেয়রের উদ্দেশ্যে একই প্রশ্ন তোলেন।

এ নিয়ে মেয়র আইভী আরও বলেন, ‘আমাদের ট্যাক্স তুলতে হয়। সেই ট্যাক্সের টাকা দিয়ে আমাদের কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিতে হয়। সেই টাকা দিয়েই আমাদের উন্নয়ন করতে হয়।’

নারায়ণগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে ইঙ্গিত করে মেয়র আইভী সাংবাদিকদের বলেন, ‘যিনি এমপিগিরি করেন উনিতো প্রশাসন চড়াইয়া খান। সারা শহর চড়াইয়া খান। এমনে এমনে চলে আসে সবকিছু।’

আইভী আরও বলেন, ‘আমরা সেবা করমু, জীবনের রিস্ক নিমু, মাইর খামু, গালি শুনমু, বকা শুনমু, নারী হিসেবে ইজ্জতের ওপর আঘাত হানবেন। আবার বেহাইয়া বেশরমের মতো আপনাদের সেবা করার চেষ্টা করমু। কিন্তু আপনারা শুধু আপনাদেরটাই বুঝবেন, ট্যাক্স দেবো না কেন? তাহলে বিদ্যুৎ গ্যাসের বিল দিয়েন না। জাতীয় পর্যায়ে সব দেবেন আর স্থানীয় পর্যায়ে আমাদের শায়েস্তা করবেন এইটা ক্যামনে কইরা হইলো ভাই? কন? কম বেশি পার্টিসিপেটতো করতেই হবে। প্রতিজনের একই অভিযোগ এইটা করবেন না, অইটা করবেন না।’

এ সময় অনেকটা ক্ষুব্ধ হয়ে মেয়র আইভী প্রশ্নকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘দেখেন, এমপিগিরি করা অনেক সোজা। আমার মনে হয় চেয়ারম্যান ও মেয়রগিরি করা অনেক হইছে। এবার নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি নমিনেশন আমার চাওয়া উচিত।’

সর্বশেষ খবর