Homeখেলামুখে বুটের আঘাত, তবুও রোনালদোকে দুষলেন না গোলরক্ষক

মুখে বুটের আঘাত, তবুও রোনালদোকে দুষলেন না গোলরক্ষক

পর্তুগালের জার্সিতে পরপর দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় লুক্সেমবার্গের বিপক্ষে খেলতে পারেননি মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এ দিকে ফাউলের শিকার হয়েও রোনালদোকে দোষ দিতে নারাজ স্লোভাকিয়ার গোলরক্ষক মার্তিন দুবরাভকা। দুবরাভকার মুখে বুটের আঘাত করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেছিলেন রোনালদো।

সোমবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টায় ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে রোনালদোকে ছাড়া খেলতে নেমে লুক্সেমবার্গের বিপক্ষে বড় জয় পেয়েছে পর্তুগাল। প্রতিপক্ষকে ৯-০ গোলে উড়িয়ে দিয়ে টানা ৬ ম্যাচ অপরাজিত রয়েছে রোনালদোর দল।

এ দিকে স্লোভাকিয়ার ম্যাচে ফাউলের শিকার হয়েও রোনালদোকে দোষারোপ করেননি মার্তিন দুবরাভকা। তিনি বলেছেন, ‘আমি রোনালদোকে দোষ দিচ্ছি না। এ ধরনের পরিস্থিতি খেলার মধ্যে আসবে এটিই স্বাভাবিক। আর সে আমাকে আঘাত করার বিষয়টি বুঝতে পেরেছিল। আমি ঠিক আছি কি না জিজ্ঞেস করেছিল। বিষয়টি খেলোয়াড়সুলভ দৃষ্টিতেই দেখছি।’

দুবরাভক আরও বলেছেন, ‘রোনালদো যখন বলের দিকে এগিয়ে আসছিলেন, তখন আমি আমি চোখ বন্ধ করে প্রার্থনা করছিলাম যেন সে আমার মুখে আঘাত না করে। সে সময়ে শট ঠেকানো ছাড়া উপায় ছিল না। আমি সেটিই করেছি। কিন্তু তার বুটের আঘাত এসে আমার মুখে লেগেছে।’

Exit mobile version