মিঠুন গোস্বামী, রাজবাড়ী প্রতিনিধি।।
স্বপ্নের পদ্মা সেতুর ওপর দিয়ে প্রথম বারের মতো পরীক্ষামূলক ট্রেন চালাতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।পদ্মা সেতু অফিশিয়াল ট্রায়াল রানের রেক রেলের শহর রাজবাড়ী স্টেশনে সারারাত অপেক্ষা করছে।
আজ বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় রাজবাড়ী স্টেশন থেকে ঢাকার কমলাপুরের উদ্দেশ্য ট্রায়াল ট্রেনটি ছেড়ে যায়।
জানা গেছে, আগামী ১০ অক্টোবর পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেজন্য আগামীকাল ৭ সেপ্টেম্বর ঢাকা-মাওয়া-ভাঙ্গা রুটে পরীক্ষামূলক চালানো হবে ট্রেন। এই রেলপথ পুরোপুরি চালু হলে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার পদ্মা সেতু দিয়ে মানুষের রেল যোগাযোগ সহজ হবে।
রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত ঢাকা পোস্টকে বলেন,ঈশ্বরদী থেকে গতকাল রাত ৯ টা ৪০ মিনিটে পদ্মা সেতুর ট্রায়াল রান ট্রেনটি রাজবাড়ী স্টেশনে পৌঁছায়।ট্রেনটি ৮ টি কোচ নিয়ে আজ সকাল সাড়ে ১০ টায় পদ্মা সেতু হয়ে ঢাকা কমলাপুর রেলস্টেশনে উদ্দেশ্যে ছেড়ে গেছে।আগামীকাল রেলমন্ত্রী সহ বাংলাদেশ রেলওয়ে উর্ধতন কর্মকর্তারা এই ট্রেনে চড়ে ঢাকার কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা আসবে।
পদ্মা সেতুর প্যাসেন্জার ট্রায়াল ট্রেনের লোকোমাস্টার এনামুল হক বলেন, খুবই ভালো লাগছে যে আমি প্রথম লোকো মাস্টার হিসেবে স্পেশাল কোচ নিয়ে স্বপ্নের পদ্মা সেতু হয়ে ঢাকার কমলাপুর রেলস্টেশনে যাবো।গতকাল কোচটি নিয়ে আমরা ঈশ্বরদী থেকে রাজবাড়ী আসছি।