Homeবিনোদনপ্রকাশ্যে আর্ন্তজাতিক বক্স অফিস ‘শীর্ষ ৫’ সিনেমার নাম!

প্রকাশ্যে আর্ন্তজাতিক বক্স অফিস ‘শীর্ষ ৫’ সিনেমার নাম!

চলতি বছরের আয়ের দিক থেকে সবচেয়ে ব্যবসা সফল সিনেমাগুলোর নাম কি জানেন? সেই তথ্যই সম্প্রতি প্রকাশ করেছে আমেরিকার ‘বক্স অফিস মোজো’। এ সংস্থাটি প্রতিবছর বিশ্বব্যাপী সব সিনেমার বক্স অফিস আয়ের তালিকা তৈরি করে থাকে।

ব্যবসা সফল ‘শীর্ষ ৫’ সিনেমাগুলোর আয়ের কথা জানলে মাথা ঘুরে যাবে আপনার। কারণ তালিকায় শীর্ষে থাকা সিনেমাটি এবার তাদের সিনেমা দিয়ে দর্শকদের থেকে আয় করে নিয়েছে ১৩৮ কোটি টাকা নয়, ডলার!

তাহলে বুঝতেই পারছেন নিজ দেশে তো বটেই, সারাবিশ্বেই রাজত্ব করে চলেছে এসব ব্যবসা সফল সিনেমা। আসুন একে একে জেনে নিই ২০২৩ সালের বক্স অফিস কাঁপানো ‘শীর্ষ ৫’ সেই সিনেমাগুলোর নাম।

১। বার্বি (১৩৮ কোটি ডলার)

সর্বপ্রথম ২১ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে ‘বার্বি’ সিনেমা মুক্তি দেওয়া হয়। এরপর বিশ্বব্যাপী মুক্তি পাওয়া এ সিনেমাটি হয়ে ওঠে সবার পছন্দের। এ কারণেই সিনেমাটি চলতি বছরের ব্যবসা সফল সিনেমার তালিকায় শীর্ষে অবস্থান করছে। এই সিনেমাটি মূলত আমেরিকান ফ্যান্টাসি ও কমেডি ঘরানার চলচ্চিত্র। ম্যাটেলের বার্বি ফ্যাশন ডলের উপর ভিত্তি করে নির্মিত এ সিনেমাটি পরিচালনা করেছেন গ্রেটা গারউইগ এবং রচনা করেছেন গারউইগ ও নোহ বাউম্বাচ। সিনেমায় বার্বি চরিত্রে মার্গো রবি এবং কেন চরিত্রে রায়ান গসলিং অভিনয় করেছেন। এ সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের রমজান মিয়া

২। দ্য সুপার মারিও ব্রাদার্স মুভি (১৩৬ কোটি ডলার)

চলতি বছরের ৫ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সুপার মারিও ব্রাদার্স মুভি’। মুক্তির পর থেকে সিনেমাটি বিশ্বব্যাপী ১.৩৬ বিলিয়ন ডলার আয় করে নিয়েছে। ভেঙেছে একাধিক বক্স-অফিস রেকর্ড। ব্যবসা সফল সিনেমার তালিকায় শীর্ষে থাকতে না পারলেও চলতি বছরের অ্যানিমেটেড চলচ্চিত্রের মধ্যে সবচেয়ে বেশি আয় করে শীর্ষে রয়েছে এটি।

৩। ওপেনহাইমার (৮৫ কোটি ৩০ লাখ ডলার)

জীবনীমূলক থ্রিলারধর্মী চলচ্চিত্র ওপেনহেইমার। ক্রিস্টোফার নোলান রচিত, পরিচালিত এবং সহ-প্রযোজিত চলচ্চিত্রটি তাত্ত্বিক পদার্থবিদ জে. রবার্ট ওপেনহেইমারের জীবন নিয়ে নির্মিত। তিনি প্রথম পারমাণবিক অস্ত্র তৈরিতে সাহায্য করেছিলেন। কাই বার্ড এবং মার্টিন জে. শেরউইন রচিত ২০০৫ সালের আমেরিকান প্রমিথিউস জীবনীর উপর ভিত্তি করে নির্মিত এ সিনেমায় ওপেনহেইমার চরিত্রে অভিনয় করেছেন সিলিয়ান মারফি।

৪। গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম থ্রি (৮৪ কোটি ৬০ লাখ ডলার)

এ সিনেমাটি চলতি বছরের ব্যবসা সফল সিনেমার তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। আমেরিকান সুপারহিরোদের নিয়ে এ  সিনেমার কাহিনি।এ সিনেমায় মার্ভেল কমিক্স সুপারহিরোদের একসঙ্গে দেখা গেছে। মার্ভেল স্টুডিওস প্রযোজিত সিনেমাটিও জয় করে নিয়েছে দর্শকের মন।

৫। ফাস্ট টেন (৭০ কোটি ৫০ লাখ ডলার)

ডমিনিক টরেটো এবং তার পরিবারের সবচেয়ে ভয়ঙ্কর প্রতিপক্ষের কাছ থেকে হুমকির মুখোমুখি হওয়ার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজির দশম পর্ব ‘ফাস্ট টেন’।

ড্যান মাজেউ, জাস্টিন লিন এবং জ্যাচ ডিন এর কাহিনিতে যৌথভাবে চিত্রনাট্য তৈরি করেছেন  ড্যান মাজেউ এবং জাস্টিন লিন। লুই লেটারিয়ার পরিচালনায় এ সিনেমাটি রয়েছে চলতি বছরের ব্যবসা সফল সিনেমার তালিকায় পঞ্চম স্থানে।

সর্বশেষ খবর