ক্ষমতাসীনদের একতরফা নির্বাচনের পাঁয়তারা জনগণ রুখে দেবে, এমন অবস্থায় আন্দোলনে ভয় পেয়ে সরকার মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৪ সেপ্টেম্বর) রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।
মির্জা ফখরুল বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগ আর ওয়াকওভার পাবে না। ক্ষমতাসীনদের একতরফা নির্বাচনের পাঁয়তারা জনগণ রুখে দিবে।’
তিনি বলেন, সরকার বেহিসাবি অপরাধ করেছে, গণতান্ত্রিক আত্মা হত্যা করেছে। তাই এই সরকারকে সরাতে হবে, পরাজিত করতে হবে। তা না হলে বেগম জিয়াকে মুক্ত করা সম্ভব নয়।
বেগম জিয়া অত্যন্ত অসুস্থ উল্লেখ করে মির্জা ফখরুল আরও বলেন, ‘তার চিকিৎসকরা বলছেন, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো জরুরি। কিন্তু সরকার তা হতে দিচ্ছে না।’
নির্যাতন করে জেলে পুরে আন্দোলন দমন করা যাবে না উল্লেখ করে ফখরুল বলেন, ষড়যন্ত্র করে জনগণের ভোটাধিকার হরণ করে সরকার আবার একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে। বিএনপির চলমান আন্দোলনে ভয় পেয়ে সরকার মরিয়া হয়ে উঠেছে। তবে নেতাকর্মীদের জেলে পাঠিয়ে বিএনপির আন্দোলন দমন করা যাবে না।
আন্দোলন থেকে বিএনপির পিছিয়ে আসার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।