মিঠুন গোস্বামী, রাজবাড়ী প্রতিনিধি।।
রাজবাড়ীর পাংশায় পদ্মার চরে কৃষি কাজে যাওয়ার পথে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে এখনো মো. আব্দুল কুদ্দুস (৬০) নামের এক কৃষক নিখোঁজ রয়েছে।
সোমবার(৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের পদ্মা নদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মো. আব্দুল কৃদ্দুস মন্ডল ইউনিয়নের গঙ্গানন্দদিয়া গ্রামের মৃত উজির মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, নিখোঁজ আব্দুল কুদ্দুস মন্ডল প্রতিদিনের ন্যায় পদ্মার চরে তার নিজ জমিতে কৃষি কাজের জন্য যাচ্ছিলেন। একটি নৌকায় ১৬ জন কৃষক যাচ্ছিলেন। নৌকাটি ঘাট থেকে পদ্মার চরের মাঝামাঝি গেলে তলিয়ে যায়। এ সময় নৌকায় থাকা সবাই চিৎকার করলে স্থানীয়রা ঘাট থেকে নৌকা নিয়ে ঘটনাস্থলে গিয়ে ১৫ জনকে উদ্ধার করতে সক্ষম হয়। আব্দুল কুদ্দুস তলিয়ে গেলে তাকে উদ্ধার করতে পারেনি স্থানীয়রা। পরে পাংশা ফায়ার সার্ভিসকে খবর দেয়।
ডুবে যাওয়া নৌকায় থাকা মো. নান্নু মল্লিক জানান, আমারা সবাই চরপাড়া বেড়িবাধ ঘাট থেকে কাজের উদ্দেশ্যে পদ্মার চরে যাচ্ছিলাম। ঘাটের একটু দুরে আসলে পানির ঢেউয়ে নৌকায় পানি উঠে তলিয়ে যায়। পরে ঘট থেকে দুইটি নৌকা এসে আমাদের উদ্ধার করে।
পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে স্টেশন অফিসার রয়েল আহম্মেদ জানান, সকাল ১০ টার দিকে সংবাদ পাই। পরে ফরিদপুর থেকে আমাদের দুই জন ডুবুরি এসে বেলা ১২ টা থেকে উদ্ধার কাজ শুরু করেছে। এখন পর্যন্ত উদ্ধার কাজ চলমান রয়েছে।