Homeসর্বশেষ সংবাদঠাকুরগাঁওয়ে বেকারত্ব দূরীকরণে সেমিনার

ঠাকুরগাঁওয়ে বেকারত্ব দূরীকরণে সেমিনার

সোহেল রানা, ঠাকুরগাঁও প্রতিনিধি।।
দেশের বেকারত্ব রোধ করে অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে ঠাকুরগাঁওয়ে অ্যাকসেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকনমিক ট্রান্সফরমেশন (এসেট) প্রকল্পের আয়োজনে দিনব্যাপী সেমিনার ও বণার্ঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে এর উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক চত্বর থেকে শুরু হয়ে একটি র‌্যালি জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা প্রশাসক মো.মাহবুবুর রহমানের সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো.মহসিন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এসেট-এর প্রকল্প পরিচালক আবু মমতাজ সাদ উদ্দীন আহমেদ।
বক্তারা বলেন, ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ, আধুনিক ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সরকার এসেট প্রকল্পের মাধ্যমে বেকারত্ব হ্রাস করে দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য করে যাচ্ছে। দেশ বিদেশের শ্রম বাজারে বাস্তব চাহিদার সাথে সামঞ্জস্য রেখে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে সরকার দেশের কারিগরি শিক্ষার সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণে নানাবিধ কার্যক্রম হাতে নিয়েছে।
এসেট প্রকল্পটি আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে দেশের যুব, শ্রমিক, নারী, প্রতিবন্ধী, অনগ্রসর ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের জন্য দক্ষতা উন্নয়নমূলক কাজ করবে বলেও জানায় বক্তারা।

সর্বশেষ খবর