লা লিগায় জয়ের ধারা অব্যাহত রাখল বার্সেলোনা। ২০২৩-২৪ মৌসুমের প্রথম ম্যাচ ড্রয়ের পর, হ্যাটট্রিক জয় তুলে নিলো জাভির দল। রোববার (৩ সেপ্টেম্বর) ওসাসুনার মাঠে লেভানডোভস্কির শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা।
ঘরের মাঠে খেলা হওয়ায় আক্রমণে বার্সেলোনা থেকে এগিয়ে ছিল ওসাসুনা। তবে বল দখলে আবার এগিয়ে ছিল বার্সেলোনা। ম্যাচের ৭০ শতাংশ বল ছিল বার্সেলোনা খেলোয়াড়দের দখলে।
ম্যাচের প্রথম গোলটি আসে প্রথম হাফ শেষ হওয়ার ঠিক আগে। গুন্ডোগানের নেয়া কর্নার থেকে হেডে গোল করেন বার্সেলোনার ফরাসি ডিফেন্ডার জুলস কুন্দে। দ্বিতীয় হাফের মাঝামাঝি সময়ে বেশকিছু পরিবর্তন আনে ওসাসুনা কোচ।
সেই বদলি হিসেবে নামা চিমি আভিলা ম্যাচের ৭৬ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান। এমন সময় মনে হচ্ছিল ম্যাচটা সমতাতেই শেষ হবে। তবে ম্যাচের ৮৪ মিনিটে ভুল করে বসে ওসাসুনার ডিফেন্ডার আলেহান্দ্রো কাতেনা। ডি বক্সের ভেতরে লেভানডোভস্কিকে ফাউল করে বসেন। ভিএআরের সাহায্যে তাকে লাল কার্ড দেখান হয় আর পেনাল্টি উপহার পায় বার্সেলোনা। ৮৫ মিনিটে পাওয়া সেই পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন লেভা।
এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে বার্সেলোনা। আর চার ম্যাচে চার জয় নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ।