কারও সঙ্গে বৈরিতা নিয়ে বাংলাদেশ চলে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৩ সেপ্টেম্বর) নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৩ এর সভায় এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, কারও সঙ্গে বৈরিতা নিয়ে বাংলাদেশ চলে না। কারও সঙ্গে যুদ্ধ চাই না আমরা; শান্তিতে বসবাস করতে চাই। কিন্তু সার্বভৌমত্ব-স্বাধীনতা রক্ষার প্রশ্নে সবরকম প্রস্তুতি আমাদের থাকতে হবে। অন্য দেশগুলো পারে কিনা জানিনা; তবে, বাংলাদেশ সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই চলছে।
শৃঙ্খলা-নীতিমালা মেনে চলা কর্মকর্তারাই নেতৃত্বে আসুক উল্লেখ করে শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় যারা দীক্ষিত, বাস্তবমূখী জ্ঞান যাদের বেশি রয়েছে, এমন দেশপ্রেমিক ও দায়িত্বশীল কর্মকর্তাদের ঊর্ধ্বতন পদে দায়িত্ব দিতে হবে।