২০২১ সালের ডিসেম্বরে ক্যারিয়ারের ৮০০তম গোল করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপরের ৫০টি গোল করতে ফুটবলের এই মহাতারকার সময় লেগেছে প্রায় ২ বছর। বর্তমানে রোনালদোর গোলসংখ্যা ৮৫০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির গোলসংখ্যা ৮১৮টি। তাতে মেসির চেয়ে এখনও ৩২ গোলে এগিয়ে রয়েছেন পর্তুগিজ তারকা।
শনিবার (২ সেপ্টেম্বর) কিং আব্দুল্লাহ স্পোর্ট সিটি স্টেডিয়ামে আল-হাজমের বিপক্ষে ৫-১ গোলে জয় পায় আল-নাসর। ম্যাচটিতে সাদিও মানে, ওতাভিও, আব্দুলরাহমান গারিব ও আব্দুল্লাহ আল-খাইবারি ছাড়াও গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
আল-নাসরের জার্সিতে করা চতুর্থ গোলের মধ্য দিয়ে রোনালদো তার ক্যারিয়ারের ৮৫০তম গোল উদযাপন করেন। এরপরে সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘আরও একবার দলীয় দারুণ পারফরম্যান্স! আমরা উন্নতি করছি। এগিয়ে চলো আল-নাসর। ক্যারিয়ারের ৮৫০তম গোল হলো এবং আরও আসছে।’
এ দিকে নতুন মৌসুমের দুই ম্যাচের হতাশা শেষে দারুণ প্রত্যাবর্তনের ছন্দ রচনা করেছে আল-নাসর। আর সেই ছন্দের অগ্রনায়ক রোনালদো। এখন পর্যন্ত পাঁচ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে উঠে এসেছে আল নাসর। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে আল-হিলাল।