লা লিগায় টানা তৃতীয় জয়ের খোঁজে মাঠে নামবে বার্সেলোনা। এল সাদার স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ ওসাসুনা। ম্যাচ শুরু হবে রোববার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায়।
এদিকে, লিগ ওয়ানে রাতে আরেক ম্যাচে লিওঁ’র মুখোমুখি হবে পিএসজি। গ্রুপমা স্টেডিয়ামে ম্যাচ অনুষ্ঠিত হবে পৌঁনে ১টায়।
লা লিগা যেন বার্সেলোনারই সম্পত্তি। গেল বারের চ্যাম্পিয়ন হওয়া দলটা একের পর এক জয় দিয়ে রাঙাচ্ছে নতুন মৌসুমটা। এবার এই লিগে টানা তৃতীয় জয়ের খুব কাছে কাতালানরা।
এল সাদার স্টেডিয়ামে বার্সেলোনার প্রতিপক্ষ ওসাসুনা। স্প্যানিশ ক্লাবটিকে বার্সার সামনে তুলনামূলক সহজ প্রতিপক্ষই বলা যায়। কেননা সব লিগে এখন পর্যন্ত ৪২ বারের দেখায় জয়ের পাল্লা বেশ ভারি কাতালানদের দিকেই। এছাড়া শেষবারের দেখায় ওসাসুনাকে ১-০ গোলে হারিয়েছিল জাভি শিষ্যরা।
তবে, লা লিগায় নতুন মৌসুমে তিন ম্যাচে দুই জয় নিয়ে বেশ ভালো ছন্দেই আছে লস রোজিলস। তাই প্রতিপক্ষের মাঠে খেলা নিয়ে কিছুটা দুচিন্তায় বার্সা কোচ। যদিও নতুন দুই ফুটবলার ফেলিক্স ও জোয়াও কানসেলোকে দলে পেয়ে বেশ আত্মবিশ্বাসী জাভি।
জাভি বলেন, ‘ওরা বহু বছর ধরেই এক কোচের অধীনে আছে। ঘরের মাঠে ওসাসুনা খুবই শক্তিশালী দল। তারা কনফারেন্স লিগ থেকে বাদ পড়েছে। তবে, তাদের একটা খুব ভালো স্কোয়াড রয়েছে। তাই হারানোটা কঠিনই হবে। আমাদের নতুন ফুটবলারদের আমি স্বাগত জানাই। আশা করছি তারা দুজনেই দলের জয়ে কার্যকর ভূমিকা রাখবে। তাদের সেই সক্ষমতা রয়েছে।’
এদিকে, একই দিনে লিগ ওয়ানে রাতের আরেক ম্যাচে লিওঁর মুখোমুখি হবে এমবাপ্পের পিএসজি। যদিও মেসি, নেইমারদের ছাড়ার পর নতুন মৌসুমে খুব খারাপ সময়ের মধ্যে দিয়েই যাচ্ছে প্যারিসিয়ানরা। এখন পর্যন্ত তিন ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে প্যারিসিয়ানরা। পয়েন্ট টেবিলে বর্তমান চ্যাম্পিয়নদের অবস্থান ৯ নম্বরে।
রেকর্ড অনুযায়ী পিএসজির সামনে কঠিন প্রতিপক্ষ লিওঁ। এখন পর্যন্ত মোট ৫১ বারের দেখায় মাত্র ৮ বারই জয় পেয়েছে প্যারিসিয়ানরা আর ৩১ বার জয় তুলে নিয়েছে লিওঁ। শেষবারের দেখায় এমবাপ্পের দলকে ১-০ গোলে হারিয়েছিল তারা। তাই প্রতিপক্ষের মাঠে এ ম্যাচ জয় পাওয়াটা বেশ কঠিনই পিএসজির জন্য।