দক্ষিণী সুপারস্টার প্রভাস ভক্তদের অপেক্ষার পালা যেন শেষই হচ্ছে না। ‘সালার’ আসছে আসছে বলে কেটে গেছে প্রায় দেড় বছর। আগেও একবার পেছনোর পর সবশেষ সিনেমাটি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছিল আগামী ২৮ সেপ্টেম্বর। কিন্তু তাও হচ্ছে না। বাণিজ্য বিশ্লেষক তারাণ আদর্শ জানিয়েছেন, ছবিটি এখন নভেম্বরে মুক্তি পাবে।
‘সালার’ মুক্তির দিন নিয়ে এর আগেও কয়েকবার হেরফের ঘটেছে। ঘোষণা করা হয়েছিল, ২০২২ সালের ১৪ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। ২০২২ সালে ভারতের স্বাধীনতা দিবসে (১৫ আগস্ট) প্রভাস ঘোষণা করেছিলেন, তার নতুন ছবি সালার মুক্তি দেয়া হতে পারে ২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর।
‘কেজিএফ’ পরিচালক প্রশান্ত নীলের সঙ্গে প্রভাসের বহুল আলোচিত এই সিনেমার মুক্তির নতুন তারিখ নিয়ে এরইমধ্যে কানাঘুষা শুরু হয়ে গেছে নেটিজেনদের মাঝে। কেউ কেউ এর তুলনা করছেন, বলিউড কিং শাহরুখের ছবি ‘জাওয়ান’-এর সঙ্গে। কেননা, বহুল প্রতীক্ষিত ‘জাওয়ান’ সিনেমাটিও মুক্তি পাচ্ছে চলতি সেপ্টেম্বরে। তাই দু’টি ছবির মাঝে যোগসূত্র খোঁজা শুরু হয়ে গেছে।
‘জাওয়ান’-এর আগমনেই নাকি পিছিয়ে দেয়া হয়েছে ‘সালার’-এর মুক্তির তারিখ, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেক শাহরুখ ফ্যানকে দেখা গেছে এমন মন্তব্যও করতে।
একজন লিখেছেন,
জাওয়ানের ট্রেলার নির্ঘাত ‘সালার’ নির্মাতাদের নাড়িয়ে দিয়েছে।
অবশ্য বিপরীত মন্তব্যও রয়েছে। শাহরুখ ফ্যানদের খোঁচা দিয়ে একজন কমেন্টে করেছেন, এখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এক মাস টানা এ সিনেমাটি চলবে, এসআরকে ফ্যানরা হাঁফ ছেড়ে বাঁচলো।
ফ্যানদের মন্তব্য- পাল্টা মন্তব্যে সিনেমা দু’টি নিয়ে আলোচনা চললেও, ‘সালার’ নির্মাতারা মুক্তির দিন পিছিয়ে দেয়ার কোনো কারণ দর্শাণনি। ভাবা হচ্ছে ‘আরআরআর’ এর পর তেলেগু সিনেমার সবচেয়ে বড় প্রজেক্ট হতে যাচ্ছে ‘সালার’।