আকাশচুম্বী সাফল্য পেয়েছে ‘গদর ২’। কিন্তু ছবি মুক্তির আগে থেকে শুরু করে এখনো পরিচালক অনিল শর্মার বিরুদ্ধে অভিযোগ নায়িকা আমিশা প্যাটেলের। গদর-এর সময় এবং গদর-২ এর সময়ও নাকি পরিচালক আর নায়িকার সম্পর্ক ভালো ছিলো না।
‘গদর’ এর সফলতা ছিলো ২২ বছর আগে। তারই সিক্যুয়েল ‘গদর ২’। বলিউডে এই ছবির ঝড় যেন থামছেই না। চলতি বছরে বলিউডের সব থেকে সফল ছবির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘গদর ২’। মুক্তির প্রথম সপ্তাহে বক্স অফিসে ১০০ কোটির গণ্ডি পার করেছে অনিল শর্মা পরিচালিত মুভিটি। এক মাস পরেও বক্স অফিসে ঝড় থামেনি। এখন ছবিটির ব্যবসা ৫০০ কোটি ছুঁইছুঁই।
ছবির এমন সাফল্যে নায়িকা আমিশা নতুন করে নিজের অবস্থান শক্ত করলেন বলিউডে। কিন্তু ‘গদর ৩’ নির্মাণ করা হলে সেখানে শর্ত দিয়ে অভিনয় করতে চান আমিশা। কারণ আমিশার দাবি, গদর ২ ছবিতে তারা সিং ও শাকিনাকে কম দেখানো হয়েছে। উল্লেখ্য তারা সিং চরিত্রে সানি দেওল ও শাকিনা চরিত্রে আমিশা অভিনয় করেছেন। আমিশার এমন দাবিতে পরিচালক অনিলের ক্ষোভ। তিনি বলেন, ‘অমিশা ছবির শুটিং চলাকালীনও অনেক কিছু বলেছেন। আমি তা নিয়ে মন্তব্য করতে চাই না। আমি অভিনেত্রী হিসাবে তাকে শ্রদ্ধা করি, পরেও করব। আমি শুধু এটুকুই বলতে চাই, শাকিনা আমার কল্পনার ফসল, তার নয়। আমার ভাল লেগেছে যে উনি এই চরিত্রের সঙ্গে নিজেকে একাত্ম করতে পেরেছেন।’
পরিচালক অনিলের এমন মন্তব্যের জবাবে অমিশা বলেন, ‘আমার আর অনিলের সম্পর্ক কখনই মধুর ছিল না। ‘গদর’র সময়েও নয়, ‘গদর ২’র সময়েও নয়। তবে উনি আমার পরিবারের মতো। পরিবারের সব সদস্যদের সঙ্গে আমাদের চিন্তাভাবনা সব সময় নাও মিলতে পারে। তবে আমি কিছু তথ্য দিতে চাই… শাকিনার চরিত্র অনিল লেখেননি, শক্তিমান তলোয়ার লিখেছিলেন। আমাকে ওই চরিত্রের জন্য বেছেছিল জি, অনিল নন। এমনকি, অনিলের তো আমার থেকে বেশি মমতা কুলকার্নিকে পছন্দ হয়েছিল। সানির বদলে উনি গোবিন্দকে ছবিতে নিতে চেয়েছিলেন। আমার ও তার যে মতের মিল হয় না, তা নতুন নয়।’
এছাড়া পারিশ্রমিক বকেয়ার বিষয়েও কথা বলেন আমিশা।