Homeবিনোদননারীকে ভোগ্যপণ্য ভাবা সমর্থন করি না: বাদশা

নারীকে ভোগ্যপণ্য ভাবা সমর্থন করি না: বাদশা

যার গানে নারীদের অনেকবার অবমাননামূলক মন্তব্য করা হয়েছে, সেই বাদশা এবার বললেন, তিনি নারীদের অবমাননামূলক মন্তব্য সমর্থন করেন না। তাই এ নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

র‌্যাপ গানের মধ্যে একটু উল্টা পাল্টা কথা থাকে- এটা সবারই জানা। বলিউডেও র‌্যাপ গান হয়। জনপ্রিয় র‌্যাপারদের মধ্যে অন্যতম বাদশা। তার বেশ কিছু গান বলি পাড়ায় জনপ্রিয়। এর মধ্যে রয়েছে ‘লাড়কি বিউটিফুল কার গায়ি চুল’, ‘হায় গারমি’, ‘পানি পানি’র মতো গান। গানের লিরিক্স নিয়ে শ্রোতাদের মাঝে কেউ কেউ খুব খারাপ মন্তব্য করেছেন। কারণ গানের কথাতেই নারীদের অবমাননা করা হয়েছে বলে দাবি তাদের।

তবে সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে সাক্ষাৎকারে বাদশার দাবি, তিনি নারীদের অবমাননাকর মন্তব্য সমর্থন করেন না।

বাদশা বলেন, আমি এমন গানকে সমর্থন করি না যেখানে নারীদের ভোগ্যপণ্যের মতো ব্যবহার করা হয়। আমার পরিবারে মহিলা সদস্যরা আছেন। আমার গান নিয়ে আমি যথেষ্ট সচেতন। একটা দায়বদ্ধতা ও শ্রদ্ধার জায়গা থেকে আমি গান লিখি।

বাদশার এমন মন্তব্যে খেপেছেন নেটিজেনরা। তাদের দাবি, বাদশার গানের লিরিক্স আর ভিডিওতে নারীদের হেয় করা হয়।

Exit mobile version