Homeসর্বশেষ সংবাদরাজবাড়ীতে বিপুল মাদক বিক্রির নগদ অর্থ মাদক ও জাল টাকাসহ নারী গ্রেপ্তার

রাজবাড়ীতে বিপুল মাদক বিক্রির নগদ অর্থ মাদক ও জাল টাকাসহ নারী গ্রেপ্তার

মিঠুন গোস্বামী, রাজবাড়ী প্রতিনিধি।।
রাজবাড়ী সদর থানা এলাকা থেকে বিপুল মাদক বিক্রির নগদ অর্থ মাদক ও জাল টাকাসহ মোসাঃ ভানু বেগম (৬৮) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত সোমবার (২৮ আগষ্ট) দিবাগত রাতে সদর উপজেলার গঙ্গাপ্রসাদপুর আসামী নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোসা: ভানু বেগম উপজেলা গঙ্গাপ্রসাদপুর এলাকার মৃত ঈমান আলী শেখের স্ত্রী। ছেলে মামুনের মাদক ব্যবসা তিনি পরিচালনা করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা এলাকার গঙ্গাপ্রসাদপুর গ্রামে আসামীর ওয়ালসেড টিনের ঘরের ভিতর থেকে ১ কেজি গাঁজা, মাদক বিক্রিত ২ লক্ষ ২১ হাজার ৬০০ টাকা ও ৭০ হাজার জাল টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক এসআই (নিঃ) মোঃ হুমায়ুন রেজা বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি আসামীর বাড়িতে।আসামীর ছেলে মামুনের ঘর তল্লাশি করতে চাইলে বাধা দেয়। পরে ওই ঘর থেকে মাদক, মাদক বিক্রির নগদ অর্থ ও জাল টাকা উদ্ধার করি।মুলত ওই নারী ছেলের মাদক ব্যবসার সাথে জড়িত।
এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি মাদক দ্রব্য আইনে মামলা রুজু হয়েছে। আসামী ওই নারীকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ খবর