Homeসর্বশেষ সংবাদমান্দায় আউশ ধানের নমুনা শস্য কর্তন উৎসব

মান্দায় আউশ ধানের নমুনা শস্য কর্তন উৎসব

মান্দা (নওগাঁ) প্রতিনিধি।।
নওগাঁর মান্দায় আউশ জাতের ব্রি-ধান ৫৬ এর নমুনা শস্য কর্তন উৎসব-১৪৩০ বাংলা পালিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার নুরুল্ল্যাবাদ ইউনিয়নের বারিল্ল্যা গ্রামের মাঠে কৃষক আবুল হোসেন এর খেতে এ শস্য কর্তন করা হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক
কৃষিবিদ আবুল কালাম আজাদ।
এছাড়াও জেলা প্রশিক্ষণ কর্মকর্তা একে এম মুঞ্জুরে মাওলা,উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহ, উপসহকারী কৃষি কর্মকর্তা শ্রী প্রতাব রঞ্জন সাহা, মাজিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, উপজেলায় এবারে আউশ মৌসুমে ৩৮৬০ জন কৃষকের মাঝে আউশের প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়। বারিল্ল্যা গ্রামের আবুল হোসেন ও প্রণোদনার তালিকাভূক্ত একজন কৃষক। তাঁকে ব্রি-ধান ৫৬ এর বীজ ও সার দেওয়া হয়েছিল। রবিবার তাঁর জমিতে নমুনা শস্য কর্তন করে প্রতিবিঘায় ভেজা ১৮ মণ ও শুকনা ১৬ মণ হারে ফলন পাওয়া গেছে।#
উল্লেখ্য. এ সময় ১০নং নুরুল্ল্যাবাদ ইউনিয়ন পরিষদ চত্বরের পারিবারিক পুষ্টিবাগান পরিদর্শন করেন।
Exit mobile version