মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির জয় খরা কাটালেন লিওনেল মেসি। টুর্নামেন্টটিতে গত ১৪ মে’র পরে টানা ১১ ম্যাচে জয় পায়নি গোলাপি জার্সিধারীরা। তবে মেসির কল্যাণে এখন জয়ে ফিরেছে দলটি। লিগস কাপ ও ইউএস ওপেনের পরে এবার মেসি এমএলএসে জয় পেলেন।
রোববার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টায় নিউইয়র্ক রেডবুলসের মাঠ রেডবুল অ্যারেনায় এমএলএসের ম্যাচে মুখোমুখি হয় ইন্টার মায়ামি ও নিউ ইয়র্ক রেড বুলস। ম্যাচটিতে ২-০ গোলে জয় পেয়েছে মেসির দল। যেখানে প্রথম গোলটি করেছেন ডিয়েগো গোমেজ এবং ব্যবধান দ্বিগুণ করে দলের জয় নিশ্চিত করেছেন মেসি।
ম্যাচ শেষে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে নিজের অনুভূতি প্রকাশ করেছেন বিশ্বকাপজয়ী তারকা। সেখানে ছয়টি ছবি পোস্ট করে লিখেছেন, ‘এমএলএসে ফিরে আমরা ভালো একটি জয় পেলাম। নিউইয়র্ককে ধন্যবাদ।’ মুহূর্তেই নেটিজেনদের মধ্যে মেসির পোস্ট ছড়িয়ে পড়ে। অনেকেই সেখানে প্রিয় তারকার জন্য শুভকামনা জানান।
এ দিন অভিষেকের সম্ভাবনা থাকলেও প্রথম একাদশে মেসিকে রাখেননি কোচ টাটা মার্টিনো। তবে দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে ঠিকই তাকে মাঠে নামানো হয়। তাতে এমএলএসে অভিষেক হয় ফুটবলের খুদে জাদুকরের। আর সেই অভিষেক ম্যাচটিও লিগস কাপ ও ইউএস ওপেনের মতো গোল দিয়ে রাঙালেন। শুধু তাই নয়, এ নিয়ে মায়ামির জার্সিতে টানা ৯ ম্যাচে গোল করলেন মেসি। এই মুহূর্তে তার গোলের সংখ্যা ১১টি।