ম্যানুয়েল নয়্যার ইনজুরিতে পড়ার পর সুইজারল্যান্ড থেকে ইয়ান সমেরকে দলে ভিড়িয়েছিল বায়ার্ন মিউনিখ। এক বছর পার হওয়ার আগেই তাকে ইন্টার মিলানের কাছে বিক্রি করে দেয় বাভারিয়ানরা। শূন্যস্থান পূরণ করতে এবার ইসরাইলি ক্লাব তেল আবিব থেকে থেকে ড্যানিয়েল পেরেজকে দলে নিয়েছে বায়ার্ন।
গত বছরের ডিসেম্বরে পায়ের নিচের অংশে ফ্র্যাকচার ধরা পড়েছিল নয়্যারের। দলের প্রথম পছন্দের গোলরক্ষক ইনজুরিতে পড়ায় ডিসেম্বরেই সমেরকে দলে নেয় বায়ার্ন মিউনিখ। প্রায় সাত মাসের মতো দায়িত্ব পালন শেষে সমার গেলেন ইন্টারে। তার রেখে যাওয়া দায়িত্ব সামলাবেন পেরেজ।
৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে পেরেজের সঙ্গে বায়ার্নের আনুষ্ঠানিক চুক্তি হয়ে গেছে, হয়ে গেছে পেরেজের মেডিক্যাল টেস্টও। ২০২৮ সালের জুন নাগাদ বায়ার্নে থাকার বিষয়ে রাজি হয়েছেন ইসরাইলি ফুটবলার। এক বিবৃতি দিয়ে তাকে দলে ভেড়ানোর কথা জানায় বায়ার্ন।
বিবৃতিতে বায়ার্ন লেখে, ‘পাঁচ বছরের চুক্তিতে পেরেজ বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন।’
পেরেজের পেনাল্টি ঠেকানোর দক্ষতা অসাধারণ। নামের পাশে আছে দুটি গোলও। ২০২০ সালে সিনিয়র পর্যায়ে খেলতে শুরু করা এ ফুটবলার এখন পর্যন্ত খেলেছেন ১৩৯ ম্যাচ। দেশের হয়ে কেবল অভিষেক হয়েছে তার।