ইউএস ওপেন কাপের সেমিফাইনালে সিনসিনাতিকে হারিয়ে ফাইনালে উঠেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। হাস্টন দিনামোর বিপক্ষে আগামী ২৭ সেপ্টেম্বর শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে তারা। তার আগে ইন্টার খেলবে আরও ৭টি ম্যাচ। প্রায় এক মাসের ব্যবধানে এমন সূচি হওয়ায় শঙ্কিত মায়ামির কোচ টাটা মার্টিনো। খবর স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার।
এক মাসের ব্যবধানে এতগুলো ম্যাচ খেলোয়াড়দের জন্য, বিশেষ করে মেসির জন্য বেশ ধকলের বলে মনে করছেন মার্টিনো। কেননা আর্জেন্টাইন তারকার বয়সটা এখন ৩৭-এর ঘরে। শঙ্কিত মার্টিনো তাই বলছেন, ‘মেসি ও আরও কিছু প্লেয়ার শারীরিক সীমাবদ্ধতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাচ্ছে। আজ থেকেই পরিকল্পনা করতে হচ্ছে, আগামী তিন ম্যাচ কী করতে হবে।’
ফিটনেসের ক্ষেত্রে মেসিকে সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন আর্জেন্টাইন কোচ। টাটা বলেন, ‘কিছু ক্ষেত্রে মেসির রিকভারি বন্ধ করা উচিত। কেননা প্রতি তিন-চার দিনে ম্যাচ খেলা একটু বেশি হয়ে যায়। যেহেতু সে আমাকে কিছু বলছে না, তাকে মাঠে থাকতে হবে। আপনারা তাকে জানেন, এটাও জানেন যে সে খেলতে কতটা ভালোবাসে।’
ইউএস কাপের ফাইনালে উঠলেও লিগে মেসিদের অবস্থা মোটেই ভালো নয়। ২২ ম্যাচ শেষে টেবিলের একেবারে তলানিতে তার দল। এমন অবস্থায় লিগেও অধিকতর নজর রাখতে হচ্ছে কোচকে।