Homeরাজনীতিনির্বাচনের বিষয়ে লুইসের সঙ্গে আলাপ হয়েছে: কাদের

নির্বাচনের বিষয়ে লুইসের সঙ্গে আলাপ হয়েছে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের বিষয়ে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে আলাপ হয়েছে। অবাধ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন তারা চায়।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় গুলশান-২ নম্বরে লুইসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিরোধীদলের শর্ত নিয়ে তাদের বক্তব্য নেই। তারা বলেছেন, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। নির্বাচন যতো অংশগ্রহণমূলক হবে ততো দেশে-বিদেশে গ্রহণযোগ্যতা পাবে। নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করুক সেটি আওয়ামী লীগও চায়।

এর আগে গুলশানে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে এ বৈঠকের কথা জানান আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খান।

তিনি জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশগ্রহণ করবে।

আওয়ামী লীগের প্রতিনিধি দলে অন্য সদস্যরা হলেন-সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মো. ফারুক খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ এ. আরাফাত।

সর্বশেষ খবর