সানি-আমিশার ক্যারিয়ারে সবচেয়ে বড় ব্লকবাস্টার সিনেমা ‘গদর ২’। মাত্র ১২ দিনে ৪০০ কোটির ব্যবসা করেছে সিনেমাটি।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গলবার (২২ আগস্ট) বক্স অফিসে ৪০০ কোটির গণ্ডি পার করেছে সিনেমাটি।
বিশেষজ্ঞদের মতে, বক্স অফিসে সহজেই ৫০০ কোটির ক্লাবের তৃতীয় ছবি হিসেবে নাম লেখাবে ‘গদর ২’।
বলা হচ্ছে, ২২ বছর পরও ফিকে হয়নি তারা সিং আর সাকিনার প্রেমকথা। সেই প্রমাণ পাওয়া যাচ্ছে বক্স অফিসে। বর্তমানে ৪০০ কোটির ক্লাবে ‘কেজিএফ টু’-এর (হিন্দি ভার্সন) পাশে থাকা একমাত্র হিন্দি সিনেমা ‘গদর ২’। তার আগে রয়েছে ৫০০ কোটির ক্লাবে থাকা শাহরুখ খানের ‘পাঠান’ এবং প্রভাসের ‘বাহুবলী ২’ (হিন্দি ভার্সন)।
‘গদর ২’ মুক্তির তিন দিনে ১০০ কোটিতে পৌঁছায় এ সিনেমা। এর পরের ১০০ কোটি আয় করতে সময় লেগেছিল মাত্র দুদিন। অষ্টম দিনে ৩০০ কোটির ক্লাবে নাম লেখানোর পর এবার ৪০০ কোটির গণ্ডি পার করল।
‘গদর ২’ সিনেমার নতুন মাইলস্টোনের কথা টুইট করে ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ লেখেন, ‘বাহুবলী ২’ এবং ‘পাঠান’কে চ্যালেঞ্জ করছে ‘গদর ২’। সবাইকে চমকে দিয়ে ৪০০ কোটির গণ্ডি পার করেছে সিনেমাটি। আমার বিশ্বাস ৫০০ কোটির ক্লাবে নাম লেখাতে আর খুব বেশি দেরি নেই।
এই মুহূর্তে বক্স অফিসে সবচেয়ে বেশি আয় করা সিনেমা শাহরুখ খান অভিনীত ‘পাঠান’। বলিউড হাঙ্গামার বক্স অফিস রিপোর্টানুসারে এ সিনেমার কালেকশন ৫৪৩.০৫ কোটি টাকা।