মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের গ্রুপপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (২৪ আগস্ট)। ড্রয়ে নেইমার জুনিয়রের আল হিলাল পড়েছে ‘ডি’ গ্রুপে। যেখানে আছে ভারতের ক্লাব মুম্বাই সিটিও।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ‘হোম ও অ্যাওয়ে’ ভিত্তিতে। অর্থাৎ মুম্বাই সৌদি আরবে যাবে আর আল হিলাল খেলতে আসবে ভারতে। সবকিছু ঠিক থাকলে নেইমারকে দেখার সুযোগ পাবেন ভারতীয়রা।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের ম্যাচগুলো মাঠে গড়াবে ১৮ সেপ্টেম্বর থেকে। তবে কোন ম্যাচ কখন অনুষ্ঠিত হবে, তা এখনও জানা যায়নি।
ড্রয়ে ৪০টি দলকে ১০টি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘ডি’ গ্রুপে আল হিলাল ও মুম্বাই সিটি বাদেও আছে ইরানের নাসাজি মাজান্দারান ও উজবেকিস্তানের নাভবাহর।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে এবার প্লে-অফ থেকে গ্রুপপর্বের টিকিট পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। তারা পড়েছে ‘ই’ গ্রুপে। রোনালদোদের গ্রুপসঙ্গী ইরানের পারসেপলিস, কাতারের আল দুহাইল ও তাজিকিস্তানের এফসি ইস্তিকলল।