মিঠুন গোস্বামী, রাজবাড়ী প্রতিনিধি।।
রাজবাড়ীর পাংশায় বসত বাড়ির উঠান থেকে রুনা খাতুন (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ আগষ্ট) ভোরে উপজেলার পাট্টা ইউনিয়নের মুছিদহ খামারডাঙ্গী গ্রামের শ্বশুর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রুনা খাতুন উপজেলার পাট্টা ইউনিয়নের মুছিদাহ খামারডাঙ্গী গ্রামের (কাতার) প্রবাসী আনিছুর রহমানের স্ত্রী।
নিহতের স্বজনেরা জানায়, নিহতের মেয়ে উম্মে সিনহা (১০) গভীর রাতে ঘুম ভাঙলে দেখে তার দেড় বছর বয়সী ছোট ভাই কান্না করছে।তার মা ঘরে নেই। বারান্দায় এসে দেখে প্রতিবেশী মিলন শেখকে। তাঁকে জিজ্ঞাসা করে আমার মা কোথায়? মিলন শেখ উত্তর দেন, তোমার মা আমাদের বাড়িতে গেছে। মাকে ডাকতে গেলে মিলন শেখ তার মুখ চেপে ধরে টয়লেটের মধ্যে নিয়ে আটকে রাখেন। কিছুক্ষণ পরে টয়লেটের দরজা খুলে দিয়ে পালিয়ে যান মিলন। পড়ে দেখে পা বাঁধা অবস্থায় তার মা বাড়ির উঠানে পড়ে আছেন।মায়ের কোন সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশীদের ডেকে আনে। প্রতিবেশীরা এসে দেখে তার মা মৃত অবস্থায় পড়ে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
জানাযায়, মিলন শেখ (৩০) একই এলাকার খলিলুর রহমানের ছেলে। সে নিহতের বাড়ি কাজ করতেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনেরা থানায় এসেছে অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে মামলা রুজু করা হবে। এ ঘটনায় মিলন শেখ নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। কেন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি।