মিঠুন গোস্বামী, রাজবাড়ী প্রতিনিধি।।
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পাঁচ বছরের শিশু ইয়ামিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ৩টার দিকে এলাকাবাসীর উদ্যোগে জামালপুর ইউয়িনের খুন হওয়া ইয়ামিনের বাড়ির সামনের রাস্তায় বিক্ষোভ ও মানববন্ধন শেষ হয়। মানববন্ধনে প্রায় সহস্রাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে স্থানীয় বয়াতি রেজ্জাক শেখের সভাপতিত্বে ইমাম আলী শেখ, সুজন গোস্বামী, সালাম শেখ, আলী আকবর মিয়াসহ স্থানীয়রা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ইয়ামিন হত্যার সাথে রেজাউল শেখ ওরফে নিজাম ও তার স্ত্রী জড়িত। এই ঘটনায় নিজাম গ্রেফতার হলেও তার স্ত্রীকে পুলিশ গ্রেফতার করেনি। দ্রুত সময়ের মধ্যে নিজামের স্ত্রীকে গ্রেফতাদের দাবি করেন এলাকাবাসী। এই হত্যাকান্ডে তদন্তের নামে পুলিশ হয়রানি করছেন বলে দাবি বক্তাদের। গ্রেফতারকৃত রেজউলসহ হত্যাকান্ডের সাথে জড়িত সকলের ফাঁসির দাবি করেন স্থানীয়রা। মানববন্ধন শেষে গোবিন্দপুর-জামালপুর সড়কে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য- ১৮ জুলাই নিজ বাড়িতে দাদা-দাদির পাশে ঘুমাতে যায় পাঁচ বছরের শিশু ইয়ামিন। রাতে দাদা-দাদির মাঝ থেকে দুর্বৃত্তরা তুলে নিয়ে হত্যা করে তাকে। হত্যার পর ইয়ামিনের মরদেহ বাড়ির পাশের একটি পাটক্ষেতে রেখে পালিয়ে যায় হত্যকারীরা।