মোঃ আজিজুল হক, নিজস্ব প্রতিবেদক।।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সম্মিলিত শিক্ষক পরিষদ এর উদ্যোগে মাদকের ভয়াবহতা ও বাল্য বিবাহ রোধে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ আগস্ট ) দুপুরে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ভূরুঙ্গামারী কলেজ মোড়ে এসে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
সেখানে সম্মিলিত শিক্ষক পরিষদের আহবায়ক বাবুল আক্তারের সভাপতিত্বে এবং মাইটিভির জেলা প্রতিনিধি মাঈদুল ইসলাম মুকুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সম্মিলিত শিক্ষক পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন, অধ্যক্ষ লুৎফর রহমান, অধ্যক্ষ আব্দুল মজিদ, প্রধান শিক্ষক আমজাদ হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে বাল্য বিবাহ ও মাদকের ভয়াবহতা রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবিতে স্মারক লিপি প্রদান করা হয়।