প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিবেদক ॥
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতানের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অধীনে সুফলভোগীদের মাঝে হৃষ্টপুষ্টকরণ, হাঁস-মুরগী পালন প্যাকেজের আওতায় গৃহনির্মান উপকরণ, গো খাদ্যসহ গরু ও হাঁস বিতরণ করা হয়।
শনিবার দুপুরে বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, বীরগঞ্জ থানার ওসি আব্দুল রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, জেলা পরিষদের সাবেক সদস্য মো. আতাউর রহমান বাবু। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ওসমান গনি।
প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা হতে পরিচালিত ‘সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবনমান উন্মেয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’ এর অধিনে বীরগঞ্জ উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সুফলভোগীদের মাঝে গরু হৃষ্টপুষ্ট করণ ও হাঁস-মুরগি প্যাকেজের আওতায় ৮৩ টি পরিবারে গৃহ নির্মাণ উপকরণ ও খাদ্যসহ ৮৩ টি বাড়ন্ত গরু, ৪শ টি পরিবারে ৪শ টি হাঁসের ঘরসহ ৮ হাজার বাড়ন্ত হাঁস এবং ৪শ টি পরিবারে ৪শ টি মুরগির ঘর বিতরণ করা হয়।