Homeখেলামেসিদের ফাইনাল ম্যাচের টিকিটের দাম আকাশচুম্বী

মেসিদের ফাইনাল ম্যাচের টিকিটের দাম আকাশচুম্বী

ট্রফি জয় তো দূরের কথা, যেই ইন্টার মায়ামি কখনো শিরোপা জয়ের সম্ভাবনাও তৈরি করতে পারেনি, তারাই এখন লিগস কাপের শিরোপা থেকে মাত্র এক পা দূরে। এটা থেকেই বোঝা যায়, মায়ামিতে কী অভূতপূর্ব পরিবর্তনটাই না এনেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। রোববার (২০ আগস্ট) শিরোপা জয়ের মিশনে মাঠে নামবে লিওনেল মেসির দল।

মেসি আসার আগে লিগেই টানা দশ ম্যাচে কোনো জয় পায়নি ইন্টার মায়ামি। সেই তারা এবার খেলতে যাচ্ছে লিগস কাপের ফাইনাল। এমন ম্যাচ ঘিরে ফ্লোরিডার ক্লাবটির সমর্থকদের আগ্রহ তো আকাশছোঁয়া হওয়ার কথাই। তবে যুক্তরাষ্ট্রে মেসির ফাইনাল ম্যাচ ঘিরে সাধারণ দর্শকদেরও আগ্রহ কম নয়। তাই টিকিটের দাম ভেঙেছে সকল রেকর্ড।

লিগস কাপে মেসির জাদুতে টানা ৬ ম্যাচের সবগুলো জিতে ফাইনালে মায়ামি। রোববার বাংলাদেশ সময় সকাল ৭টায় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মেসিদের প্রতিপক্ষ নাশভিল। এই ম্যাচের টিকিট নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে বাজারে।

ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফাইনালের টিকিটের সর্বনিম্ন দাম ৪৬০ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৬০ হাজার টাকা। আর সর্বোচ্চ টিকিটের দাম তো লাখ ছাড়িয়েছে। মায়ামির ডাগআউটের পেছনের টিকিটের দাম ১১ হাজার ৯০০ ডলার যা বাংলাদেশি টাকায় ১৩ লাখ টাকারও বেশি।

রোববার লিগস কাপের ফাইনাল হবে নাশভিলের জিওডিস পার্ক স্টেডিয়ামে। নাশভিলের মাঠে খেলা হওয়াতে টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে স্বাগতিক ক্লাবটিই। অনলাইনে টিকিট বিক্রি করছে টিকিট বিক্রয় ও বিতরণ কোম্পানি টিকিটমাস্টার ইন্টারটেইনমেন্ট। সেখান থেকেই জানা গেছে চড়া দামে টিকিট বিক্রি হওয়ার বিষয়টি।

নিজেদের পরবর্তী ম্যাচে ৩ সেপ্টেম্বর শার্লটের বিপক্ষে মাঠে নামবে নাশভিল। মেসিদের বিপক্ষে ম্যাচে সর্বোচ্চ দামের টিকিট যেখানে ১৩ লাখ টাকা সেখানে ঐ ম্যাচের সবচেয়ে বেশি দামের টিকিট মাত্র ৪১ হাজার টাকা। লিওনেল মেসিই যে টিকিটের ওপর প্রভাবটা ফেলেছেন সেটা না বললেও চলে।

জিওডিস পার্ক স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৩০ হাজার। সব টিকিট কয়েক মিনিটের মধ্যে বিক্রি হয়ে গেছে। তবু একটা টিকিটের আশায় বহু মানুষ বিক্রেতা প্রতিষ্ঠানে ফোন করছেন। মায়ামি থেকে আসা অনেকে নাশভিল সমর্থকদের কাছ থেকে আরও বাড়তি দামে টিকিট কিনছেন।

Exit mobile version