মার্কোস আকুনা, আর্জেন্টিনার রক্ষণভাগের সেনানী। কাতারে ২০২২ সালের বিশ্বকাপ জয়ে অগ্রণী ভূমিকা রেখেছিলেন সেভিয়ার এই ফুটবলার। এবার স্পেনের ক্লাবটি ছেড়ে দেয়ার দ্বারপ্রান্তে তিনি। সেভিয়া ছেড়ে তিনি যোগ দিচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলায়।
অ্যাস্টন ভিলাই চাইছে আকুনাকে দলে ভেড়াতে। মিশন সফল হলে জাতীয় দলের সতীর্থ এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে মিলিত হবেন তিনি। মার্টিনেজ ২০২০ সাল থেকে ইংলিশ ক্লাবটিতে খেলছেন।
২০২০ সালে সেভিয়ায় যোগ দিয়েছিলেন আকুনা। সেই থেকে এখন পর্যন্ত সেভিয়ায় হয়ে ১২৫টি ম্যাচ খেলেছেন তিনি। ৯ গোলের পাশাপাশি আকুনা অ্যাসিস্ট করেছেন ২৫ গোলে। গত মৌসুমে ক্লাবের হয়ে উয়েফা ইউরোপা লিগ জিতেছেন তিনি। সুপার কাপে তারা হয়েছেন রানার্সআপ।
পুরো ক্লাব ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩৮৭টি ম্যাচ খেলেছেন আকুনা। যেখানে ৩৪ গোলের সঙ্গে তিনি করেছেন ৬৪টি অ্যাসিস্ট।
গুঞ্জন আছে, আকুনা সেভিয়া ছাড়লে তার জায়গায় যোগ দিতে পারেন স্টুটগার্টের ক্রোয়াট ডিফেন্ডার বোর্না সোসা।