Homeখেলাবায়ার্ন ছাড়ছেন রাশিয়া বিশ্বকাপের সেরা গোলদাতা

বায়ার্ন ছাড়ছেন রাশিয়া বিশ্বকাপের সেরা গোলদাতা

বায়ার্ন মিউনিখ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ফরাসি ফুটবলার বেঞ্জামিন পাভার্ড। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ জেতার পাশাপাশি সেরা গোলটিও করেছিলেন এই ডিফেন্ডার।

পাভার্ডের বায়ার্ন ছাড়ার খবরটি জানিয়েছেন দলবদল বিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তার মতে, বায়ার্ন ছাড়ার জন্য পাভার্ডের সবকিছু প্রস্তুত হচ্ছে। এখন কেবল সময়ের অপেক্ষা।

পাভার্ডকে দলে ভেড়ানোর দৌড়ে আছে ইন্টার মিলান, ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালসহ বেশ কয়েকটি ক্লাব। তবে রোমানোর মতে, ইন্টারই এ দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে। দেখার পালা, শেষ পর্যন্ত কোথায় তরী ভেড়ান ফরাসি ফুটবলার।

পাভার্ড বায়ার্নে খেলছেন ২০১৯ সাল থেকে। মূলত ২০১৮ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের ফলস্বরূপই তাকে দলে ভেড়ায় বাভারিয়ানরা। ওই বিশ্বকাপে তিনি টুর্নামেন্টের সেরা গোলটি করেছিলেন। শেষ ষোলোয় আর্জেন্টিনার বিপক্ষে দূরপাল্লার ভলি শট থেকে দুর্দান্ত গোল করেছিলেন তিনি। ফ্রান্স ম্যাচটি জিতেছিল ৪-৩ গোলে।

বছর চারেক যেতে না যেতেই ক্লাবে পাভার্ডের আবেদন ফুরাল। বিগত চার বছরে ক্লাবের হয়ে ১৬৩টি ম্যাচ খেলেছেন তিনি। ১২ গোলের পাশাপাশি এই ডিফেন্ডার করেছেন সমানসংখ্যক অ্যাসিস্টও।

সর্বশেষ খবর