Homeসর্বশেষ সংবাদনড়াইলে বঙ্গবন্ধু কৈশোরবান্ধব স্বাস্থ্য ও পুষ্টি কর্ণার উদ্বোধন

নড়াইলে বঙ্গবন্ধু কৈশোরবান্ধব স্বাস্থ্য ও পুষ্টি কর্ণার উদ্বোধন

মির্জা মাহামুদ হোসেন রন্টু, নড়াইল জেলা প্রতিনিধি।।

নড়াইলে কৈশোরবান্ধব প্রকল্পের আওতায় বঙ্গবন্ধু কৈশোরবান্ধব স্বাস্থ্য ও পুষ্টিকর্ণার স্থাপন করা হয়েছে। গতকাল দূপুরে জেলা ন্বাস্থ্য বিভাগের আয়োজনে নড়াইল সদরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কৈশোরবান্ধব স্বাস্থ্য ও পুষ্টিকর্ণারের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা। এসময় সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন জানিয়েছেন, সপ্তাহে একদিন বঙ্গবন্ধু কৈশোরবান্ধব স্বাস্থ্য ও পুষ্টিকর্ণারে শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা এবং শারীরিক ও পুষ্টি বিষয়ক পরামর্শ প্রদান করা হবে।

সর্বশেষ খবর