সন্ত্রাসী হামলার পরিকল্পনা করার অভিযোগে যুক্তরাষ্ট্রের ফিলাডেফিয়ার ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-এফবিআই।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি পশ্চিম ফিলাডেলফিয়া থেকে ওই কিশোরকে গ্রেফতার করে এফবিআই। তাকে আল-কায়েদা সংশ্লিষ্ট একটি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
ফিলাডেলফিয়া ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ল্যারি ক্রাসনার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সম্ভাব্য একটি বিপর্যয়মূলক সন্ত্রাসী হামলা ঠেকিয়েছে এফবিআইয়ের জয়েন্ট টেররিজম টাস্ক ফোর্স। ওই কিশোরের বিরুদ্ধে আমরা যে অভিযোগ দায়ের করেছি, ফিলাডেলফিয়া কাউন্টি আদালতে তা সাম্প্রতিক ইতিহাসে বিচার করা সবচেয়ে গুরুতর অভিযোগ; যা সন্ত্রাসী কার্যকলাপের প্রতিনিধিত্ব করে।’
ক্র্যাসনার আরও বলেন, ‘আমরা এ ধরনের অপরাধের জন্য সম্পূর্ণ জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। আমরা আমাদের নাগরিকদের ঘৃণ্য সহিংসতা থেকে রক্ষা করার জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সতর্কতার সাথে কাজ চালিয়ে যাব।’
এবিসি নিউজের প্রতিবেদন অনুসারে, ফিলাডেফিয়ার ওই কিশোর রাসায়নিক দ্রব্য সংগ্রহ করেছিল এবং ‘গণবিধ্বংসী অস্ত্র’ তৈরির পদক্ষেপ নিয়েছিল বলে অভিযোগ রয়েছে।
এফবিআইয়ের বিশেষ এজেন্ট ইন চার্জ জ্যাকলিন ম্যাগুইয়ার সংবাদ সম্মেলনে বলেন, ‘অভিযুক্ত কিশোর বিভিন্ন কৌশলগত সরঞ্জাম, তার, রাসায়নিক এবং দূরবর্তী ডেটোনেটর হিসেবে ব্যবহৃত ডিভাইস কিনেছিল।’
প্রতিবেদনে বলা হয়, আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত বিদেশি সন্ত্রাসী সংগঠন কাতিবাত আল তাওহিদ ওয়াল জিহাদ (কেটিজে)-এর সঙ্গে কিশোরটির কথিত যোগাযোগ সম্পর্কে অবগত হওয়ার পর তদন্ত শুরু করে এফবিআই। এর কয়েক সপ্তাহ পর এফবিআই ওই কিশোরকে শনাক্তের মাধ্যমে নজরদারি শুরু করে এবং অবশেষে তাকে গ্রেফতার করা হয়।