Homeখেলাক্যারিয়ার বাঁচাতে ব্যালন ডি'অর ছাড়লেন নেইমার

ক্যারিয়ার বাঁচাতে ব্যালন ডি’অর ছাড়লেন নেইমার

আল হিলালে যোগ দিয়ে একপ্রকার নিজের স্বপ্নকেই শেষ করে দিলেন নেইমার জুনিয়র। বার্সেলোনা থেকে যে ব্যালন ডি’অর এবং চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশা নিয়ে পিএসজিতে গিয়েছিলেন, তা অপূর্ণ রেখেই সৌদি প্রো লিগের আল হিলালে যোগ দিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার। আরও একবার ফুটবলের চেয়ে অর্থমূল্যকেই গুরুত্ব দিলেন নেইমার।

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স লিগে ফরাসি ক্লাব পিএসজির বিপক্ষে বার্সেলোনা ৪-০ গোলে পিছিয়ে পড়েছিল প্রথম লেগে। পরের লেগে জিততে হলে গোল করতে হবে অন্তত ৫টা, হজম করা যাবে না একটাও। এরকম সমীকরণে, পৃথিবীর সবচেয়ে আশাবাদী লোকটাও বার্সেলোনার পক্ষ নেয়ার ভুল করবে না।

সেই ম্যাচটা জয়ের আশা কেউ করেছিলো বলে মনেও হয় না। কিন্তু একজনের মনে আত্মবিশ্বাসটা ছিলো, ঘোষণা দিয়ে বলেছিলেন, ম্যাচে বার্সেলোনার চান্স যদি ১ শতাংশও হয়, বাকি ৯৯ শতাংশ থাকবে বিশ্বাস। নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান সুপারস্টার শুধু বলেই ক্ষান্ত হননি, করেও দেখিয়েছিলেন সেদিন। ফুটবল বিশ্ব দেখেছিলো অসম্ভব এক প্রত্যাবর্তনের গল্প।

কিন্তু এই পারফরম্যান্সটাই কাল হয়ে আসে নেইমারের ক্যারিয়ারে। তার ওপর চোখ পড়ে প্যারিস সেইন্ট জার্মেই এর মালিক নাসের আল খেলাইফির। চ্যাম্পিয়ন্স লিগ জেতার নেশায় ক্লাব ফুটবলের ট্রান্সফার দুনিয়াকে উলট-পালট করে দেন এই ব্যবসায়ী। নেইমারকে দলে নিতে বার্সার হাতে তুলে দেন ২২২ মিলিয়ন ইউরো, যার বিনিময়ে নিজেকে কাতালুনিয়ান বন্ধন থেকে মুক্ত করেন ব্রাজিল সুপারস্টার।

যোগ দেন পিএসজিতে। বার্সেলোনায় লিওনেল মেসির ছায়াতলে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গিয়েছিলেন বলে একটা গল্প চাওড় হয় ইউরোপিয়ান গণমাধ্যমে। নিজেকে এবার সবার ওপরে দেখার নেশায় প্যারিসিয়ানদের নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেন নেইমার। ব্যালন ডি’অরের নেশা তাকে হিতাহিত জ্ঞানশুন্য করে দেয়।

কিন্তু স্বপ্ন ভাঙ্গতে সময় লাগেনি। যখন দিনের পর দিন লিগ ওয়ান আর ফরাসী কাপ ছাড়া কিছুই জিততে পারছিলোনা পিএসজি, তখন নেইমারের বাড়ি থেকে মাঠ সব জায়গায় দুয়ো ধ্বনি দিতে শুরু করেন সমর্থকরা। ব্যক্তিগত সাম্রাজ্যকে আবারও মেসির সঙ্গে ভাগ করতে হয় নেইমারকে। কিন্তু ইনজুরি আর এমবাপ্পের সঙ্গে বাজে সম্পর্ক দিনকে দিন পিএসজির জীবন হতাশার হয়ে উঠে নেইমারের জন্য।

জাতীয় দলের হয়েও তার ফর্ম ছিলোনা আশানুরূপ। বার বার নক আউট থেকে ফিরতে ফিরতে ব্রাজিলেও যদি কিন্তুর আলাপ শুরু হয়ে যায় নেইমারকে নিয়ে। কিন্তু মেসির বিদায় আর এমবাপ্পের সঙ্গে পিএসজির ঝামেলায়, নতুন করে নিজেকে নিয়ে ভাবতে বসেছিলেন নেইমার। কিন্তু লাভ হলোনা শেষ পর্যন্ত। লুইস এনরিকের ভবিষ্যৎ পরিকল্পনা থেকে ছিটকে গিয়ে আবারও নিজের ভবিষ্যৎ গোছাতে নতুন ঠিকানার সন্ধানে নামেন নেইমার।

কিন্তু বাস্তবতা ততোদিনে বড্ড কঠিন হয়ে যায় নেইমারের জন্য। বারবার বার্সেলোনার ফিরতে চাইলেও, তাকে দলে নিতে অস্বীকৃতি জানান জাভি। বাধ্য হয়ে চেলসির সঙ্গেও আলাপ চালান নেইমারের বাবা। কিন্তু শেষ পর্যন্ত নিজের ক্যারিয়ার বাঁচাতে সৌদি প্রো লিগকে বেছে নিলেন নেইমার।

ব্যক্তিগত বিমান, বান্ধবীর সঙ্গে বিয়ে না করেই বসবাস করা, জয়ের ম্যাচে অতিরিক্ত বোনাস, সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট থেকে আয়ের শর্ত দিয়ে ৯ কোটি ইউরোর ট্রান্সফারে যোগ দিলেন রাজ পরিবারের ক্লাব আল হিলালে। সে সঙ্গে যবনিকাপাত ঘটলো তার ব্যালন ডি’অর আর পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বপ্নটাও।

একটা সময় ফুটবল কিংবদন্তীদের সঙ্গে যে নাম আলোচিত হবে ধারণা করেছিলো যারা, আজ তাদের ভাবনায় নেইমার নামটা কেবলই হতাশার প্রতিশব্দ।

সর্বশেষ খবর