Homeখেলামেসিকে নিয়ে তথ্যচিত্র তৈরি করছে অ্যাপল

মেসিকে নিয়ে তথ্যচিত্র তৈরি করছে অ্যাপল

মায়ামিতে যোগ দেয়ার পরই শোনা গিয়েছিল, মেসিকে নিয়ে তথ্যচিত্র বানাবে যুক্তরাষ্ট্রের টেক কোম্পানি অ্যাপল। এবার জানা গেল মেসিকে নিয়ে বানানো তথ্যচিত্রে কী কী থাকছে।

যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেয়ার পরই সেখানকার ফুটবলের চিত্র বদলে গিয়েছে। মেসিকে নিয়ে অ্যাপল যে তথ্যচিত্রটি বানাচ্ছে সেখানে মূলত থাকছে তার মায়ামিতে যোগ দেয়ার পেছনের কারণ এবং তার প্রথম মৌসুমের পারফরম্যান্স।

গত মৌসুম শেষ হওয়ার আগেই জানা গিয়েছিল, ফরাসি ক্লাব পিএসজি ছাড়ছেন লিওনেল মেসি। এরপর গুঞ্জন উঠেছিল তার বার্সেলোনায় ফেরার। পাশাপাশি সৌদি আরবের ক্লাব আল হিলালও বিশাল এক প্রস্তাব দিয়েছিল মেসিকে। তবে সব প্রস্তাব নাকচ করে যুক্তরাষ্ট্রের ক্লাব বেকহ্যামের দল ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন সাত বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

মেসি মূলত কেন সৌদি আরবে ক্লাব এবং বার্সেলোনাকে ‘না’ বলে যুক্তরাষ্ট্রে যোগ দিয়েছেন এটাই দেখানো হবে সেই তথ্যচিত্রে। সম্পূর্ণ কারণ না জানা গেলেও হয় তো কিছুটা ধারণা পাওয়া যাবে কেন মেসি মায়ামিতে যোগ দিয়েছেন।

মেসি যুক্তরাষ্ট্রে আসার পর সবকিছু বদলে গেছে। প্রথমত সবাই এমএলএসের ক্লাব ইন্টার মায়ামি সম্পর্কে জানতে শুরু করেছে। এর পাশাপাশি মায়ামির অনুসারীও অনেক বেড়েছে। আর বর্তমানে তো তারা রেকর্ড সংখ্যক টিকিট বিক্রি করছে প্রতি ম্যাচে।

শুধু যে মেসির ভক্তরা ফুটবলেই আগ্রহ বাড়িয়েছে তা নয়। মেসি আসার পর অ্যাপলের মৌসুম পাসের সাবস্ক্রাইবার প্রায় ১০ লাখে পৌঁছে গেছে। মেসি আসার পর যুক্তরাষ্ট্রের ব্যবসায়ে তা কীভাবে প্রভাব ফেলেছে সেটাও সেই তথ্যচিত্রে দেখানো হবে।

সর্বশেষ খবর