নেইমার জুনিয়রের আল হিলালে যোগ দেয়ার খবরে বেশ উচ্ছ্বসিত সমর্থকরা। ব্রাজিলিয়ান তারকা যোগ দেয়ার আগেই আল-হিলালের জার্সি শপগুলোতে বাড়তে শুরু করেছে ফুটবল প্রেমীদের আনাগোনা। এ প্রজন্মের অন্যতম সেরা ফরোয়ার্ডের সাইনিংয়ে সৌদি লিগ আরো এগিয়ে যাবে বলে মনে করেন হিলাল ভক্তরা।
কিছুদিন আগেও সৌদি লিগের নাম ক’জনই বা জানতেন। দলবদলের বাজারে কোনো অস্তিত্ব ছিল না সৌদি প্রো লিগ ক্লাবগুলোর। তবে একজন বদলে দিয়েছেন মধ্যপ্রাচ্যের ফুটবল চিত্র। তিনি আর কেউ নন, সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর থেকেই একের পর এক তারকাকে দলে নিয়ে নিজেদের শক্তিমত্তা বাড়াচ্ছে সৌদি ক্লাবগুলো।
দলবদলের বাজারে বেশ রমরমা অবস্থা সৌদি প্রো লিগ ক্লাবগুলোর। ইউরোপীয় ক্লাবগুলোকে দিচ্ছে টেক্কা। রোনালদো-বেনজেমা- ফিরমিনোর পর সৌদি প্রো লিগের নতুন চমক নেইমার জুনিয়র।
পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল হিলালে যোগ দিচ্ছেন নেইমার। ব্রাজিলিয়ান সুপারস্টারকে দলে ভেড়াতে ৯০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি গুনতে হবে রিয়াদের ক্লাবটিকে। আর বেতন হিসেবে বছরে পাবেন ১৫০ মিলিয়ন ইউরো। যা কিনা পিএসজির চেয়ে কয়েক গুণ বেশি।
নেইমারের সৌদি ক্লাবে যোগ দেয়ার খবর শুনেই সমর্থকরা ভিড় করতে শুরু করেছেন আল হিলালের শপগুলোতেও। ব্রাজিলিয়ান তারকাকে স্বাগত জানাতে প্রস্তুত ফ্যানরা।
সমর্থকদের একজন বলেন, ‘আল হিলালের নেইমারের মতো একজন ফুটবলার প্রয়োজন ছিল, যিনি তার অভিজ্ঞতা আর কৌশল দিয়ে ম্যাচে দর্শকদের আকৃষ্ট করবেন।’
আল হিলালের আরেক সমর্থক বলেন, ‘এমন সাইনিংয়ের জন্য আল হিলাল সমর্থকরা অপেক্ষায় ছিল। এতে বিশ্বজুড়ে সৌদি লিগের নাম ছড়িয়ে পড়বে। এটা সৌদি লিগের সেরা সাইনিংগুলোর একটা।’
জার্সি কিনতে আসা এক কিশোর সমর্থক বলেন, ‘নেইমার খুব দক্ষ একজন খেলোয়াড়। আশা করছি, তিনি আল হিলালে বড় ভূমিকা রাখবেন।’
ইউরোপিয়ান গণমাধ্যমের তথ্যমতে, স্বাস্থ্য পরীক্ষা শেষে বুধবার রিয়াদে যাবেন ৩১ বছর বয়সী তারকা। এরপর কিং ফাহাদ স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেয়া হবে ব্রাজিলিয়ান সুপারস্টারকে।