নুর খালেকুজ্জামান, গাইবান্ধা প্রতিনিধি ।।
উত্তরাঞ্চলের বহুল জনপ্রিয় ট্রেন রামসাগর এক্সপ্রেস আগামী ২৯শে আগস্ট পুনরায় চালু হতে যাচ্ছে । উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় রেলপথ মন্ত্রী জনাব মোঃ নূরুল ইসলাম সুজন, এম.পি।
গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মাহামুদ হাসান রিপন তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এ তথ্য গাইবান্ধা বাসিকে জানিয়েছেন। এদিকে রামসাগর এক্সপ্রেস ট্রেনটি চালুর খবরে আনন্দে ভাসছে এই রুটে চলাচলকারী যাত্রীরা।
প্রতিদিন সকাল ৬টায় বোনারপাড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে দিনাজপুরের উদ্দেশে ছেড়ে যেত রামসাগর এক্সপ্রেস।
বোনারপাড়া জংশন থেকে গাইবান্ধা সদরের বাদিয়াখালী, ত্রিমোহিনী, গাইবান্ধা ও কুপতলা হয়ে কামারপাড়া, নলডাঙ্গা, বামনডাঙ্গা, হাসানগঞ্জ স্টেশন পেরিয়ে কাউনিয়া ও রংপুরের উপর দিয়ে পার্বতীপুর হয়ে দিনাজপুর পর্যন্ত মাত্র সাড়ে চার ঘণ্টায় চলাচল করতো রামসাগর।
রামসাগর এক্সপ্রেস ট্রেনটি চালু হলে বোনারপাড়াসহ গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকার জনসাধারণের কাছে বিভাগীয় শহর রংপুরে অফিস-আদালত এবং চিকিৎসার জন্য যাতায়াতের নিরাপদ রুট হিসেবে বিবেচিত হবে।