দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। পর্দায় এই তারকা এলে সবাই যেন উল্লাসে ফেটে পড়েন। আজও তিনি অপ্রতিরোধ্য। তার প্রমাণ রজনীকান্ত অভিনীত ‘জেলার’ ছবির বক্স অফিস আয়। এরই মধ্যে ছবিটি ৩০০ কোটি রুপি আয় করেছে।
গত ১০ আগস্ট (বৃহস্পতিবার) ‘জেলার’ সিনেমাটি মুক্তি পেয়েছে। আর মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বাজিমাত করল সিনেমাটি। ওপেনিং ডে-তে সিনেমাটি আয় করেছে ৯৫.৭৮ কোটি রুপি।
#Jailer WW Box Office
EXTRAORDINARY Sunday for the film.
Day 1 – ₹ 95.78 cr
Day 2 – ₹ 56.24 cr
Day 3 – ₹ 68.51 cr
Day 4 – ₹ 82.36 cr
Total – ₹ 302.89 cr
||#Rajinikanth | #ShivarajKumar | #Mohanlal||
After #Endhiran, #Kabali and #2Point0, Jailer is the FOURTH film of… pic.twitter.com/ChizHF4cFZ
— Manobala Vijayabalan (@ManobalaV) August 14, 2023
তবে দ্বিতীয় দিনে আয় কমে হয়েছিল ৫৬.২৪ কোটি রুপি। আর তৃতীয় দিন এই ছবির আয়ের অঙ্ক ছিল ৬৮.৫১ কোটি রুপি।
তবে প্রথম দিনের মতো আবারও চাঙা হয়ে উঠেছে ‘জেলার’। চতুর্থ দিনে সিনেমাটির আয় ৮২.৩৬ কোটি রুপি।
অর্থাৎ, এ সিনেমা চার দিনে মোট আয় করেছে ৩০২.৮৯ কোটি রুপি।
এর আগে রজনীকান্তের সিনেমা মুক্তি উপলক্ষে চেন্নাই ও বেঙ্গালুরুর বেশ কিছু অফিসে ছুটি ঘোষণা করা হয়েছিল।
২০০ কোটি রুপি বাজেটের ‘জেলার’ সিনেমাটি নির্মাণ করেছেন নেলসন। এ সিনেমায় রজনীকান্তের সঙ্গে আছেন জ্যাকি শ্রফ, প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, তামান্না ভাটিয়া, রাম্য কৃষ্ণান, যোগী বাবু প্রমুখ।